দিল্লি, 21 ডিসেম্বর : নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । এই উচ্চস্তরীয় কমিটি 23 জানুয়ারি, 2021 থেকে এক বছর ধরে নেতাজি স্মরণ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে । ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা হবে ৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ঔপনিবেশিকত্ব প্রতিরোধে তাঁর সাহসিকতা এবং অদম্য অবদানের জন্য ভারত সবসময় সুভাষ চন্দ্র বসুর কাছে কৃতজ্ঞ থাকবে । তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি, যিনি প্রতিটি ভারতীয়র মর্যাদার জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছপা হননি ৷ সুভাষ বসু তাঁর দক্ষতা এবং সংগঠন তৈরির জন্যও পরিচিত ছিলেন । আমরা তাঁর আদর্শ পূরণে এবং একটি শক্তিশালী ভারত গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ।’’
-
নেতাজী সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ট এই জননেতার ১২৫তম জন্ম জয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি। https://t.co/BSjzs32fNa
— Narendra Modi (@narendramodi) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">নেতাজী সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ট এই জননেতার ১২৫তম জন্ম জয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি। https://t.co/BSjzs32fNa
— Narendra Modi (@narendramodi) December 21, 2020নেতাজী সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ট এই জননেতার ১২৫তম জন্ম জয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি। https://t.co/BSjzs32fNa
— Narendra Modi (@narendramodi) December 21, 2020
উচ্চস্তরের এই কমিটির সদস্যদের মধ্যে বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, লেখক, নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিশিষ্টরা অন্তর্ভুক্ত থাকবেন । কমিটি দিল্লি, কলকাতা, নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিদেশে ও ভারতের অন্যান্য স্থানগুলিতে স্মরণীয় কার্যক্রমের জন্য দিক নির্দেশ করবে ।
সম্প্রতি ভারত সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূল্যবান ঐতিহ্য সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ করেছে । লাল কেল্লায় নেতাজির উপর একটি যাদুঘর স্থাপন করা হয়েছে ৷ 2019 সালের 23 জানুয়ারি প্রধানমন্ত্রী সেই যাদুঘরের উদ্বোধন করেন ৷ কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনে নেতাজির উপর স্থায়ী প্রদর্শনী এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড শোর পরিকল্পনাও করা হয়েছে ৷
আরও পড়ুন :- 74 বছর আগে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল আজ়াদ হিন্দ বাহিনীর সরকার
2015 সালে ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত ফাইলগুলি জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছিল । 4 ডিসেম্বর, 2015 সালে প্রথম দফা প্রকাশ করা হয়েছিল ৷ তাতে 33টি ফাইল ছিল ৷ এছাড়া নেতাজির সঙ্গে সম্পর্কিত 100 টি ফাইলের ডিজিটাল অনুলিপি প্রকাশ করা হয়েছিল ।