দিল্লি , 9 অক্টোবর : গত লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের ৷ দলের হারের দায় মাথায় নিয়ে সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধি । জাতীয় রাজনীতিতে কংগ্রেসের এই শোচনীয় পরিস্থিতির পর এখনও দল ঘুরে দাঁড়াতে পারেনি । এ জন্য আজ ঘুরিয়ে রাহুল গান্ধির দিকেই আঙুল তুললেন দলের প্রবীণ নেতা সলমন খুরশিদ ।
সলমন বলেন, "লোকসভা নির্বাচনে দলের হারের কারণ নিয়ে পর্যালোচনার আগেই রাহুল হুট করে সভাপতির পদ থেকে সরে যান । কিন্তু এমনটা না হলেই ভালো হত । স্থায়ীভাবে নতুন কাউকে এখনও বেছে নেওয়া যায়নি ৷ আপাতত সোনিয়া গান্ধি অস্থায়ীভাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন ৷ রাহুলের এই হঠাৎ সরে যাওয়াটাই দলের সবচেয়ে বড় সমস্যা ।"
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে BJP 303টি আসন জেতে ৷ কংগ্রেস জেতে মাত্র 52 টি আসন । এই ফলাফলের পরেই পদত্যাগ করেন রাহুল গান্ধি ।