ETV Bharat / bharat

রাহুলের হঠাৎ সরে যাওয়াটাই দলের সবচেয়ে বড় সমস্যা : সলমন খুরশিদ - রাহুল গান্ধি

কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদ সম্প্রতি বলেন, "লোকসভা নির্বাচনে দলের হারের কারণ নিয়ে পর্যালোচনার আগেই রাহুল হুট করে সভাপতির পদ থেকে সরে যান । এটিই দলের সবথেকে বড় সমস্যা । "

Rahul
author img

By

Published : Oct 9, 2019, 3:03 PM IST

দিল্লি , 9 অক্টোবর : গত লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের ৷ দলের হারের দায় মাথায় নিয়ে সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধি । জাতীয় রাজনীতিতে কংগ্রেসের এই শোচনীয় পরিস্থিতির পর এখনও দল ঘুরে দাঁড়াতে পারেনি । এ জন্য আজ ঘুরিয়ে রাহুল গান্ধির দিকেই আঙুল তুললেন দলের প্রবীণ নেতা সলমন খুরশিদ ।

সলমন বলেন, "লোকসভা নির্বাচনে দলের হারের কারণ নিয়ে পর্যালোচনার আগেই রাহুল হুট করে সভাপতির পদ থেকে সরে যান । কিন্তু এমনটা না হলেই ভালো হত । স্থায়ীভাবে নতুন কাউকে এখনও বেছে নেওয়া যায়নি ৷ আপাতত সোনিয়া গান্ধি অস্থায়ীভাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন ৷ রাহুলের এই হঠাৎ সরে যাওয়াটাই দলের সবচেয়ে বড় সমস্যা ।"

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে BJP 303টি আসন জেতে ৷ কংগ্রেস জেতে মাত্র 52 টি আসন । এই ফলাফলের পরেই পদত্যাগ করেন রাহুল গান্ধি ।

দিল্লি , 9 অক্টোবর : গত লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের ৷ দলের হারের দায় মাথায় নিয়ে সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধি । জাতীয় রাজনীতিতে কংগ্রেসের এই শোচনীয় পরিস্থিতির পর এখনও দল ঘুরে দাঁড়াতে পারেনি । এ জন্য আজ ঘুরিয়ে রাহুল গান্ধির দিকেই আঙুল তুললেন দলের প্রবীণ নেতা সলমন খুরশিদ ।

সলমন বলেন, "লোকসভা নির্বাচনে দলের হারের কারণ নিয়ে পর্যালোচনার আগেই রাহুল হুট করে সভাপতির পদ থেকে সরে যান । কিন্তু এমনটা না হলেই ভালো হত । স্থায়ীভাবে নতুন কাউকে এখনও বেছে নেওয়া যায়নি ৷ আপাতত সোনিয়া গান্ধি অস্থায়ীভাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন ৷ রাহুলের এই হঠাৎ সরে যাওয়াটাই দলের সবচেয়ে বড় সমস্যা ।"

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে BJP 303টি আসন জেতে ৷ কংগ্রেস জেতে মাত্র 52 টি আসন । এই ফলাফলের পরেই পদত্যাগ করেন রাহুল গান্ধি ।


New Delhi, Oct 09 (ANI): Congress leader and son of former Union Minister Karti Chidambaram appeared before ED on October 09. He appeared before them in connection with the INX Media money laundering case. His father P Chidambaram is also in jail in connection with the INX Media case. When asking about the visit, Karti said, "I just thought to come and say hello to them for Dussehra."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.