ETV Bharat / bharat

কোরোনার জেরে সাদামাটা উদযাপন মহারাষ্ট্রের 60 তম প্রতিষ্ঠা দিবস - কোরোনা

1960 সালে আজকের দিনে বর্তমান মহারাষ্ট্রের সূচনা হয়েছিল । তাই আজকের দিনটি মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় । তবে, কোরোনার জেরে সাদামাটা অনুষ্ঠানে উদযাপিত হয় আজকের দিনটি ।

Maharashtra Foundation Day
মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস
author img

By

Published : May 1, 2020, 12:56 PM IST

মুম্বই, 1 মে : কোরোনার জেরে আজ সাদামাটা অনুষ্ঠানে উদযাপিত হল মহারাষ্ট্রের 60 তম প্রতিষ্ঠা দিবস । তবে, প্রত্যেক বছরের মতো এবছর মধ্য মুম্বইয়ের শিবাজি পার্কে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়নি । কোরোনা পরিস্থিতিকে মাথায় রেখে রাজভবনে জাতীয় পতাকা উত্তোলন করে এই দিনটির উদযাপন করেন রাজ্যপাল বি এস কোশিয়ারি ।

1960 সালে আজকের দিনে বর্তমান মহারাষ্ট্রের সূচনা হয়েছিল । তাই আজকের দিনটি মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় । সেই উপলক্ষ্যে আজ প্রথমে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করেন । তারপর জাতীয় সংগীত উপস্থাপন করা হয় । কোনওরকম কুচকাওয়াজ করা হয়নি আজ । তবে, অনুষ্ঠানে রাজভবনের অফিসার ও কর্মীরা, মুম্বই পুলিশের আধিকারিকরা ও স্টেট রিজ়ার্ভ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন ।

মন্ত্রালয়েও আজ পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় । সেখানে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জাতীয় পতাকা উত্তোলন করেন । তারপর ছত্রপতি শিবাজি মহারাজ, বি আর আম্বেকদকর, রাজমাতা জিজাবাইয়ের প্রতিকৃতিতে মালা পড়ান । অনুষ্ঠানে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার, রাজ্যের মুখ্য সচিব অজয় মেহতা-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

আজ উদ্ধব ঠাকরে নিজে গাড়ি চালিয়ে সুবারবনের বাসভবন মাতশ্রী থেকে মন্ত্রালয়ে পৌঁছান । মাঝপথে হুতাত্মা চৌকে শহিদ স্মৃতিসৌধে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান । মহারাষ্ট্র রাজ্যের পৃথকীকরণের জন্য লড়াই করতে গিয়ে সম্যুক্ত মহারাষ্ট্র সমিতির যে 105 জন সদস্যের প্রাণ গিয়েছিল তাঁদেরই স্মৃতিতে হুতাত্মা চৌকে এই শহিদ স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল ।

এই প্রথমবার মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবসে রাজভবন ও মন্ত্রালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হল । সাধারণত স্বাধীনতা দিবসে মন্ত্রালয়ে মুখ্যমন্ত্রী এবং রাজভবনে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করেন । আর প্রজাতন্ত্র ও মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবসে শিবাজি পার্কে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ।

মুম্বই, 1 মে : কোরোনার জেরে আজ সাদামাটা অনুষ্ঠানে উদযাপিত হল মহারাষ্ট্রের 60 তম প্রতিষ্ঠা দিবস । তবে, প্রত্যেক বছরের মতো এবছর মধ্য মুম্বইয়ের শিবাজি পার্কে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়নি । কোরোনা পরিস্থিতিকে মাথায় রেখে রাজভবনে জাতীয় পতাকা উত্তোলন করে এই দিনটির উদযাপন করেন রাজ্যপাল বি এস কোশিয়ারি ।

1960 সালে আজকের দিনে বর্তমান মহারাষ্ট্রের সূচনা হয়েছিল । তাই আজকের দিনটি মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় । সেই উপলক্ষ্যে আজ প্রথমে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করেন । তারপর জাতীয় সংগীত উপস্থাপন করা হয় । কোনওরকম কুচকাওয়াজ করা হয়নি আজ । তবে, অনুষ্ঠানে রাজভবনের অফিসার ও কর্মীরা, মুম্বই পুলিশের আধিকারিকরা ও স্টেট রিজ়ার্ভ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন ।

মন্ত্রালয়েও আজ পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় । সেখানে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জাতীয় পতাকা উত্তোলন করেন । তারপর ছত্রপতি শিবাজি মহারাজ, বি আর আম্বেকদকর, রাজমাতা জিজাবাইয়ের প্রতিকৃতিতে মালা পড়ান । অনুষ্ঠানে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার, রাজ্যের মুখ্য সচিব অজয় মেহতা-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

আজ উদ্ধব ঠাকরে নিজে গাড়ি চালিয়ে সুবারবনের বাসভবন মাতশ্রী থেকে মন্ত্রালয়ে পৌঁছান । মাঝপথে হুতাত্মা চৌকে শহিদ স্মৃতিসৌধে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান । মহারাষ্ট্র রাজ্যের পৃথকীকরণের জন্য লড়াই করতে গিয়ে সম্যুক্ত মহারাষ্ট্র সমিতির যে 105 জন সদস্যের প্রাণ গিয়েছিল তাঁদেরই স্মৃতিতে হুতাত্মা চৌকে এই শহিদ স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল ।

এই প্রথমবার মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবসে রাজভবন ও মন্ত্রালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হল । সাধারণত স্বাধীনতা দিবসে মন্ত্রালয়ে মুখ্যমন্ত্রী এবং রাজভবনে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করেন । আর প্রজাতন্ত্র ও মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবসে শিবাজি পার্কে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.