ETV Bharat / bharat

অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল পাকিস্তান, বরদাস্ত করব না : ভারতীয় সেনা - অমরনাথ যাত্রায় হামলার ছক

জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল ৷ ঘটনাস্থান থেকে একটি M-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপও উদ্ধার করা হয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 2, 2019, 2:56 PM IST

Updated : Aug 2, 2019, 3:29 PM IST

জম্মু ও কাশ্মীর, 2 অগাস্ট : জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল ৷ তবে, ভারতীয় সেনা তা রুখে দিয়েছে ।

আজ ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ সাংবাদিক বৈঠকে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিল ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথ যাত্রা পথে একটি M-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে । এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত । আমরা এটা বরদাস্ত করব না ।" তিনি আরও বলেন, "এখন পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে । কাশ্মীরে শান্তি বিরাজ করছে ।"

  • Lt General KJS Dhillon in Srinagar:We had done in-depth analysis of terrorism in Kashmir. 83% of local people who pick up weapons had record of stone-pelting.I request all mothers,if today your child throws stones at security forces for Rs 500 then he'll become terrorist tomorrow pic.twitter.com/Y7GUdF2u18

    — ANI (@ANI) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ে আমরা গভীরে পর্যালোচনা করেছি । 83 শতাংশ স্থানীয় অস্ত্র তুলে নিয়েছে । ওরা আগে পাথরবাজ ছিল । আমি সব মাকে অনুরোধ করছি, 500 টাকা পেয়ে যদি আপনার ছেলে নিরাপত্তারক্ষী বাহিনীর উপর পাথর ছোড়ে তাহলে আগামীদিনে সে জঙ্গি তৈরি হবে । তা হতে দেবেন না ।"

এদিকে, CRPF -র IG জ়ুলফিকর হাসান বলেন, "অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল ৷ তবে নিরাপত্তারক্ষীদের দক্ষতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷"

জম্মু ও কাশ্মীর, 2 অগাস্ট : জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল ৷ তবে, ভারতীয় সেনা তা রুখে দিয়েছে ।

আজ ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ সাংবাদিক বৈঠকে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিল ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথ যাত্রা পথে একটি M-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে । এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত । আমরা এটা বরদাস্ত করব না ।" তিনি আরও বলেন, "এখন পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে । কাশ্মীরে শান্তি বিরাজ করছে ।"

  • Lt General KJS Dhillon in Srinagar:We had done in-depth analysis of terrorism in Kashmir. 83% of local people who pick up weapons had record of stone-pelting.I request all mothers,if today your child throws stones at security forces for Rs 500 then he'll become terrorist tomorrow pic.twitter.com/Y7GUdF2u18

    — ANI (@ANI) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ে আমরা গভীরে পর্যালোচনা করেছি । 83 শতাংশ স্থানীয় অস্ত্র তুলে নিয়েছে । ওরা আগে পাথরবাজ ছিল । আমি সব মাকে অনুরোধ করছি, 500 টাকা পেয়ে যদি আপনার ছেলে নিরাপত্তারক্ষী বাহিনীর উপর পাথর ছোড়ে তাহলে আগামীদিনে সে জঙ্গি তৈরি হবে । তা হতে দেবেন না ।"

এদিকে, CRPF -র IG জ়ুলফিকর হাসান বলেন, "অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল ৷ তবে নিরাপত্তারক্ষীদের দক্ষতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷"

Shopian (JandK), Aug 02 (ANI): The exchange of fire is underway between terrorists and security forces in Jammu and Kashmir's Shopian district today. Atleast two Army personnel have been injured so far in the encounter. The incident took place in Pandoshan village of Shopian. More details are awaited in this regard and operation still continues.
Last Updated : Aug 2, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.