পুলওয়ামা, 30 জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মসমর্পণ দুই জঙ্গির ৷ গতকাল রাত আটটা থেকে তল্লাশি অভিযানে নামে সেনা ৷ চলে গুলির লড়াই ৷
আরও পড়ুন : কাশ্মীরে খতম তিন জঙ্গি
এরপর আজ লেলিহার এলকায় সেনার এনকাউন্টারে আত্মসমর্পণ করে তারা ৷ কাশ্মীর জ়োন পুলিশ টুইটে লিখেছে, এই ঘটনায় দুই জঙ্গির মধ্যে একজন জখম হয়েছে ৷ তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি এ কে 47 রাইফেল ৷
-
#Encounter has started at #Lelhar area of #Pulwama. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at #Lelhar area of #Pulwama. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 29, 2021#Encounter has started at #Lelhar area of #Pulwama. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 29, 2021
এর আগে , গতকাল অবন্তিপুরায় সেনার গুলিতে খতম হয়েছিল তিন জঙ্গি ৷ এনকাউন্টারেই নিকেশ হয় তারা ৷ সেই সময় কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল বিজয় কুমার জানিয়েছিলেন, খতম তিন জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে এ বিষয়ে তথ্য় সংগ্রহ করা হচ্ছে ৷ দ্রুত পরিচয় সামনে আসবে ৷