ETV Bharat / bharat

কুলগামে গুলির লড়াই, নিকেশ 3 জঙ্গি

author img

By

Published : Jul 17, 2020, 7:21 AM IST

Updated : Jul 17, 2020, 12:11 PM IST

জম্মু-কাশ্মীরের কুলগামে মৃত্যু হল তিন জঙ্গির । এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি । এখনও তল্লাশি অভিযান চলছে ।

Jammu-Kashmir
Jammu-Kashmir

শ্রীনগর, 17 জুলাই : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন জঙ্গির । তারা প্রত্যেকেই জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল । জখম হয়েছেন দুই জওয়ান । নাগনাদ-চিমার এলাকায় আজ সকালে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় ।

তল্লাশি অভিযান চালানোর সময় দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে । এখনও অভিযান চলছে বলে কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে ।

এর আগে 13 জুলাই সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । মৃত্যু হয় দুই জঙ্গির ।

অনন্তনাগে নিকেশ 2 জঙ্গি

12 জুলাই সোপোরের রেব্বান এলাকায় সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির । 11 জুলাই উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁ সেক্টরে অভিযান চালায় সেনাবাহিনী ৷ মৃত্যু হয় দুই জঙ্গির । দু'টি AK-47 সহ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ 30 জুন অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর গুলিতে পাঁচ জঙ্গির মৃত্যু হয় ৷

শ্রীনগর, 17 জুলাই : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন জঙ্গির । তারা প্রত্যেকেই জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল । জখম হয়েছেন দুই জওয়ান । নাগনাদ-চিমার এলাকায় আজ সকালে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় ।

তল্লাশি অভিযান চালানোর সময় দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে । এখনও অভিযান চলছে বলে কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছে ।

এর আগে 13 জুলাই সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । মৃত্যু হয় দুই জঙ্গির ।

অনন্তনাগে নিকেশ 2 জঙ্গি

12 জুলাই সোপোরের রেব্বান এলাকায় সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির । 11 জুলাই উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁ সেক্টরে অভিযান চালায় সেনাবাহিনী ৷ মৃত্যু হয় দুই জঙ্গির । দু'টি AK-47 সহ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ 30 জুন অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর গুলিতে পাঁচ জঙ্গির মৃত্যু হয় ৷

Last Updated : Jul 17, 2020, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.