চণ্ডীগড়, 17 নভেম্বর : ট্রাকের সঙ্গে ধাক্কার জেরে গাড়িতে আগুন । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল পাঁচজনের । পঞ্জাবের সাঙ্গরুর-সুনাম এলাকার ঘটনা ।
সাঙ্গরুর পুলিশ সূত্রে খবর, ওই পাঁচজন গাড়ি করে সোমবার রাতে মোগা থেকে দিরবার দিকে যাচ্ছিলেন । তাঁরা মোগায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন । ফেরার পথে সাঙ্গরুর-সুনাম রোডে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে । ট্রাকের ডিজ়েল ট্যাঙ্কে ধাক্কা মারে গাড়িটি । সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লেগে যায় ।
গাড়ির ভিতরে থাকা পাঁচজন বের হওয়ার সুযোগ পাননি । দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান । মৃতদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন বলে জানিয়েছে পুলিশ ।