গুয়াহাটি , 19 অক্টোবর : অসম-মিজ়োরাম সীমান্তে দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছে । কেন্দ্রের কাছেও তাঁরা বিষয়টি জানিয়েছেন । পরিস্থিতি পর্যালোচনায় দুই রাজ্যকে নিয়ে আজ একটি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা ।
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সীমান্তে উত্তেজনার বিষয়টি জানিয়েছেন । অসম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সীমান্ত সমস্যা সমাধানের জন্য যৌথ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন । জ়োরামথাঙ্গা তাঁকে আন্তঃরাজ্য সীমান্তে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন । মিজ়োরাম সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের কাছে বিষয়টি জানিয়েছিল ।
-
Currently in an emergent Cabinet Meeting to discuss the recent #borderconflict between #Mizoram and #Assam.
— Zoramthanga (@ZoramthangaCM) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
I sincerely request everyone to maintain peace and to kindly not bypass any administrative proceedings.@AmitShah @narendramodi @sarbanandsonwal @himantabiswa pic.twitter.com/JlDPT4hcDy
">Currently in an emergent Cabinet Meeting to discuss the recent #borderconflict between #Mizoram and #Assam.
— Zoramthanga (@ZoramthangaCM) October 18, 2020
I sincerely request everyone to maintain peace and to kindly not bypass any administrative proceedings.@AmitShah @narendramodi @sarbanandsonwal @himantabiswa pic.twitter.com/JlDPT4hcDyCurrently in an emergent Cabinet Meeting to discuss the recent #borderconflict between #Mizoram and #Assam.
— Zoramthanga (@ZoramthangaCM) October 18, 2020
I sincerely request everyone to maintain peace and to kindly not bypass any administrative proceedings.@AmitShah @narendramodi @sarbanandsonwal @himantabiswa pic.twitter.com/JlDPT4hcDy
পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লার সভাপতিত্বে আজ দুই রাজ্যের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মিজ়োরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা । বৈঠকে দুই রাজ্যের মুখ্যসচিব উপস্থিত থাকবেন বলে জানান তিনি ।
কর্মকর্তারা জানিয়েছেন, দুই রাজ্যই মিজ়োরামের ভাইরেংটে ও অসমের লাইলাপুর গ্রামের নিকটবর্তী স্থানে অর্থাৎ সংঘর্ষের স্থানে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে ।
উল্লেখ্য , অসম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিজ়োরামগামী ট্রাকচালক এবং অন্যান্য মানুষের নমুনা দেওয়ার জন্য সীমান্তের মধ্যেই একটি COVID-19 টেস্টিং সেন্টার তৈরি করেছে মিজ়োরাম । অসম সরকারের দাবি , তাদের অনুমতি ছাড়াই মিজ়োরাম এই ব্যবস্থা করেছে । এই টেস্টিং সেন্টার নিয়ে শনিবার দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয় ।
স্থানীয়দের মতে, মিজ়োরামের দিক থেকে কয়েকজন যুবক লাইলাপুরে এসে ট্রাক চালক ও গ্রামবাসীদের উপর হামলা করে এবং 15 টিরও বেশি ছোটো ছোটো দোকান ও বাড়ি পুড়িয়ে দেয় । স্থানীয়রাও পালটা হামলা চালায় । ঘটনায় কয়েকজন আহত হন ।
অন্যদিকে , করিমগঞ্জ জেলায় নিরাপত্তা বাড়ানো নিয়ে অসম ও মিজ়োরাম পুলিশের মধ্যেও উত্তেজনার পারদ বাড়ছে । এদিকে, গত কয়েকদিন ধরে ত্রিপুরা-মিজ়োরাম সীমান্তেও উত্তেজনা বাড়ছে । মিজ়োরামের মমিত জেলার কর্মকর্তাদের মতে , ত্রিপুরার একটি আদিবাসী সংস্থা কর্তৃক এই অঞ্চলে একটি মন্দির নির্মাণের প্রস্তাবের কারণে ফুলডুঙ্গসেই, জ়ামপুই এবং জ়োমুয়ান্টলাং গ্রামে বিশাল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ।