ETV Bharat / bharat

বীজাপুরে নিকেশ ১০ মাওবাদী - naxal

বীজাপুরে পুলিশ-মাওবাদীদের মধ্যে সংঘর্ষে মৃত ১০

প্রতীকী ছবি
author img

By

Published : Feb 7, 2019, 6:17 PM IST

বীজাপুর, ৭ ফেব্রুয়ারি : বীজাপুরে পুলিশ আর মাওবাদীদের মধ্যে সংঘর্ষে নিহত হল ১০ মাওবাদী। তবে এখনও এই সংঘর্ষ জারি আছে বলে জানা গেছে।

বীজাপুর SP মোহিত গর্গ বলেন, সংঘর্ষে ১০ জন মাওবাদী মারা গেছে। পাশাপাশি ১১টি হাতিয়ারও উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

বীজাপুর, ৭ ফেব্রুয়ারি : বীজাপুরে পুলিশ আর মাওবাদীদের মধ্যে সংঘর্ষে নিহত হল ১০ মাওবাদী। তবে এখনও এই সংঘর্ষ জারি আছে বলে জানা গেছে।

বীজাপুর SP মোহিত গর্গ বলেন, সংঘর্ষে ১০ জন মাওবাদী মারা গেছে। পাশাপাশি ১১টি হাতিয়ারও উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।


New Delhi, Feb 07 (ANI): As Karti Chidambaram arrived at the Enforcement Directorate office in the National capital to appear in connection with INX Media case, he was asked several questions related to the money laundering case by mediapersons. Karti Chidambaram was seen dodging the questions. Instead of replying questions regarding Robert Vadra, he replied on elections in Tamil Nadu.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.