বীজাপুর, ৭ ফেব্রুয়ারি : বীজাপুরে পুলিশ আর মাওবাদীদের মধ্যে সংঘর্ষে নিহত হল ১০ মাওবাদী। তবে এখনও এই সংঘর্ষ জারি আছে বলে জানা গেছে।
বীজাপুর SP মোহিত গর্গ বলেন, সংঘর্ষে ১০ জন মাওবাদী মারা গেছে। পাশাপাশি ১১টি হাতিয়ারও উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।