দিল্লি, 26 সেপ্টেম্বর : কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG)-এর তরফে গতকালই বলা হয়েছিল যে, GST ক্ষতিপূরণ তহবিলে পুরো টাকা জমা পড়েনি । কেন্দ্র কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে (CFI) ওই GST কমপেনসেশন তহবিলের 47 হাজার 271 কোটি টাকা জমা করেছে । আজ সেই অভিযোগ অস্বীকার করল অর্থমন্ত্রক । অর্থমন্ত্রকের দাবি, GST ক্ষতিপূরণ তহবিলের ওই টাকা অস্থায়ীভাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে রাখা মানেই তহবিলের টাকা ভাগ করে অন্যত্র সরিয়ে দেওয়া নয় ।
সরকারি অ্যাকাউন্টগুলির অডিট রিপোর্টে CAG বলেছে, 2017-18 আর্থিক বছরে GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছিল মোট 62 হাজার 612 কোটি টাকা । এর মধ্যে 56 হাজার 146 কোটি টাকা জমা করা হয়েছিল GST কমপেনসেশন তহবিলে । বাকি 6 হাজার 466 কোটি টাকা রাখা হয় অন্য তহবিলে ।
2018-19 আর্থিক বছরেও একই ছবি । GST কমপেনসেশন সেস সংগ্রহ করা হয়েছিল মোট 95 হাজার 81 কোটি টাকা । এর মধ্যে কেবল 54 হাজার 275 কোটি টাকা জমা পড়েছিল GST কমপেনসেশন তহবিলে । বাকি 40 হাজার 806 কোটি টাকা জমা করা হয় অন্য খাতে । দু'বছর মিলিয়ে মোট 47 হাজার 272 কোটি টাকা জমা পড়েনি GST কমপেনসেশন খাতে ।
আরও পড়ুন : GST কমপেনসেশন তহবিলের টাকা অন্য খাতে রেখেছিল কেন্দ্র : CAG
অর্থমন্ত্রকে তরফে বলা হয়েছে, কেন্দ্র যে পরিমাণ কর এবং সেস সংগ্রহ করে, তা প্রথমে আবশ্যিকভাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা করতে হয় । পরে তা নির্দিষ্ট তহবিলে জমা করে দেওয়া হয় । সুতরাং, যে পরিমাণ টাকা এখনও GST কমপেনসেশন তহবিলে জমা করা হয়নি, তা কখনওই তহবিলের টাকা ভাগ করে অন্যত্র সরিয়ে দেওয়া নয় । পাশাপাশি, অর্থমন্ত্রকের তরফে এও বলা হয় যে, CAG কখনও বলেনি তহবিলের টাকা ভাগ করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে । ভুলবশত ওই টাকা নির্দিষ্ট তহবিলে জমা পড়া বাকি রয়েছে । বিষয়টি ইতিমধ্যেই ঠিক করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।