ETV Bharat / bharat

ট্রাম্পের সফরের আগেই ভাঙল মোতেরার অস্থায়ী গেট - namste trump

ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের অস্থায়ী গেট । হতাহতের কোনও খবর নেই ।

temporary-gate-of-motera-stadium-collapse
হুড়মুড়িয়ে ভাঙল মোতেরা স্টেডিয়ামের গেট
author img

By

Published : Feb 23, 2020, 12:43 PM IST

Updated : Feb 23, 2020, 1:14 PM IST

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি: আগামীকাল নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন । আর তার আগেই ভেঙে পড়ল উদ্বোধনের জন্য তৈরি অস্থায়ী গেট ৷ এই গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশের কথা ছিল অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷

আজ লোহার তৈরি অস্থায়ী গেটটি ভেঙে পড়ে ৷ ভেঙে পড়ার সময় আশপাশে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই ৷ কীভাবে গেটটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছেন ট্রাম্পের ভারত সফরের সঙ্গে যুক্ত আধিকারিকরা ৷

সোমবার সদ্য নির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি এখানেই হবে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান ৷ সব মিলিয়ে সাজ সাজ রব ৷ ট্রাম্প সফরকে ত্রুটিবিহীন করার চেষ্টা করলেও অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল না ৷ আজ ভেঙে পড়ল মোতেরার দু'নম্বর গেটের সামনে তৈরি অস্থায়ী গেট ৷ যদিও দুর্ঘটনার সময় গেটের আশপাশে কেউ ছিলেন না ৷ বিপত্তি এড়ালেও মুহূর্তে ভাইরাল হয়ে যায় গেট ভেঙে পড়ার সেই ভিডিয়ো ৷

ঘটনার পর আধিকারিকরা ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন ৷ স্বল্প সময়ের মধ্যে যা যা ত্রুটি সামনে আসছে তা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা ৷

দেখুন সেই ভিডিয়ো

আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি: আগামীকাল নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন । আর তার আগেই ভেঙে পড়ল উদ্বোধনের জন্য তৈরি অস্থায়ী গেট ৷ এই গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশের কথা ছিল অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷

আজ লোহার তৈরি অস্থায়ী গেটটি ভেঙে পড়ে ৷ ভেঙে পড়ার সময় আশপাশে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই ৷ কীভাবে গেটটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছেন ট্রাম্পের ভারত সফরের সঙ্গে যুক্ত আধিকারিকরা ৷

সোমবার সদ্য নির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি এখানেই হবে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান ৷ সব মিলিয়ে সাজ সাজ রব ৷ ট্রাম্প সফরকে ত্রুটিবিহীন করার চেষ্টা করলেও অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল না ৷ আজ ভেঙে পড়ল মোতেরার দু'নম্বর গেটের সামনে তৈরি অস্থায়ী গেট ৷ যদিও দুর্ঘটনার সময় গেটের আশপাশে কেউ ছিলেন না ৷ বিপত্তি এড়ালেও মুহূর্তে ভাইরাল হয়ে যায় গেট ভেঙে পড়ার সেই ভিডিয়ো ৷

ঘটনার পর আধিকারিকরা ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন ৷ স্বল্প সময়ের মধ্যে যা যা ত্রুটি সামনে আসছে তা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা ৷

দেখুন সেই ভিডিয়ো
Last Updated : Feb 23, 2020, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.