হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে স্বাক্ষরিত হল MoU ৷ ইক্যুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে 5 মিলিয়ন টন পর্যন্ত LNG(লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) নিয়ে উভয় সংস্থার মধ্যে এই MoU স্বাক্ষর হয় ৷ দু'টি সংস্থার লক্ষ্য 31 মার্চ 2020 সালের মধ্যে লেনদেন সংক্রান্ত চুক্তিগুলি চূড়ান্ত করা ৷
অ্যামেরিকা সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে গোল টেবিল বৈঠকে যোগ দেন ৷ এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের টুইট 'এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোল টেবিল বৈঠক সফল হয়েছে ৷ আলোচনার মূল বিষয়বস্তু ছিল এনার্জি সিকিউরিটি এবং মিউচুয়াল ইনভেস্টমেন্টের সুযোগ বাড়াতে দু'দেশ একসঙ্গে কাজ করবে ৷ '
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিউস্টন পৌঁছান ৷ 7 দিনের অ্যামেরিকা সফরে তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এবং রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন ৷ আজ প্রধানমন্ত্রী হিউস্টনে "হাউডি মোদি" অনুষ্ঠানে যোগ দেবেন ৷ তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷