ETV Bharat / bharat

অ্যামেরিকার এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে মোদির "ফলপ্রসূ" বৈঠক - Modi's USA visit

ইক্যুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে 5 মিলিয়ন টন পর্যন্ত LNG(লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) নিয়ে MoU স্বাক্ষরিত হল অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে ৷

নরেন্দ্র মোদি
author img

By

Published : Sep 22, 2019, 9:36 AM IST

Updated : Sep 22, 2019, 12:03 PM IST

হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে স্বাক্ষরিত হল MoU ৷ ইক্যুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে 5 মিলিয়ন টন পর্যন্ত LNG(লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) নিয়ে উভয় সংস্থার মধ্যে এই MoU স্বাক্ষর হয় ৷ দু'টি সংস্থার লক্ষ্য 31 মার্চ 2020 সালের মধ্যে লেনদেন সংক্রান্ত চুক্তিগুলি চূড়ান্ত করা ৷

অ্যামেরিকা সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে গোল টেবিল বৈঠকে যোগ দেন ৷ এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের টুইট 'এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোল টেবিল বৈঠক সফল হয়েছে ৷ আলোচনার মূল বিষয়বস্তু ছিল এনার্জি সিকিউরিটি এবং মিউচুয়াল ইনভেস্টমেন্টের সুযোগ বাড়াতে দু'দেশ একসঙ্গে কাজ করবে ৷ '

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিউস্টন পৌঁছান ৷ 7 দিনের অ্যামেরিকা সফরে তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এবং রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন ৷ আজ প্রধানমন্ত্রী হিউস্টনে "হাউডি মোদি" অনুষ্ঠানে যোগ দেবেন ৷ তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে স্বাক্ষরিত হল MoU ৷ ইক্যুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে 5 মিলিয়ন টন পর্যন্ত LNG(লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) নিয়ে উভয় সংস্থার মধ্যে এই MoU স্বাক্ষর হয় ৷ দু'টি সংস্থার লক্ষ্য 31 মার্চ 2020 সালের মধ্যে লেনদেন সংক্রান্ত চুক্তিগুলি চূড়ান্ত করা ৷

অ্যামেরিকা সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে গোল টেবিল বৈঠকে যোগ দেন ৷ এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের টুইট 'এনার্জি সেক্টরের CEO-দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোল টেবিল বৈঠক সফল হয়েছে ৷ আলোচনার মূল বিষয়বস্তু ছিল এনার্জি সিকিউরিটি এবং মিউচুয়াল ইনভেস্টমেন্টের সুযোগ বাড়াতে দু'দেশ একসঙ্গে কাজ করবে ৷ '

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিউস্টন পৌঁছান ৷ 7 দিনের অ্যামেরিকা সফরে তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এবং রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন ৷ আজ প্রধানমন্ত্রী হিউস্টনে "হাউডি মোদি" অনুষ্ঠানে যোগ দেবেন ৷ তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

Texas (USA), Sep 22 (ANI): Prime Minister Narendra Modi held round table meeting with CEOs from energy sector in Houston on Sep 22. India and USA are looking to diversify their cooperation in energy sector. Texas is the epicenter of the US oil industry.
Last Updated : Sep 22, 2019, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.