ETV Bharat / bharat

আমের হোম ডেলিভারি করবে তেলাঙ্গানা সরকার - তেলেঙ্গানা সরকার আম হোম ডেলিভারি করবে

সংক্রমণ রুখতে বাড়তে পারে লকডাউন। সে কথা মাথায় রেখেই এবার ডাক বিভাগের মাধ্যমে মরশুমি ফল আম হোম ডেলিভারির ব্য়বস্থা করল তেলাঙ্গানা সরকার।

Telangana government arranged home delivery Mango
আম
author img

By

Published : May 1, 2020, 1:08 AM IST

হায়দরাবাদ, 30 এপ্রিল: যেভাবে তেলাঙ্গানায় সংক্রমণ বাড়ছে তাতে এরাজ্যে দ্রুত লকডাউন উঠে যাওয়া সম্ভব না। এই পরিস্থিতিতে হোম ডেলিভারির মাধ্যমে মরশুমি ফল আম রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল তেলেঙ্গানা সরকারের উদ্যানপালন দপ্তর।

রাজ্যের ডাক বিভাগ আম হোম ডেলিভারির দায়িত্ব পালন করবে। প্রথম পর্যায়ে হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদে এই সুবিধা দেওয়া হবে । এক্ষেত্রে গ্রাহককে তাঁর বিস্তারিত ঠিকানা জানাতে হবে। অনলাইন অর্ডার দেওয়ার 4-5 দিনের মধ্যেই আম পৌঁছে যাবে ঠিকানায়। জানানো হয়েছে, এই আম সরাসরি চাষিদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। 5 কেজির একটি বাক্সে থাকবে 12-15 টি আম। অর্ডার নেওয়া হবে ওজন ও আমের জাতের উপর নির্ভর করে। এই সময় তেলাঙ্গানার সবচেয়ে উৎকৃষ্ট আম বানাগানাপল্লি-র স্বাদ নিতে মুখিয়ে থাকে রাজ্যবাসী। সেকথা মাথাই সংশ্লিষ্ট দপ্তরের এই উদ্যোগ।

আম অর্ডার করার জন্য উদ্যানপালন মন্ত্রকের তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে।যেখানে প্রতিদিন বিকেল পাঁচটা অবধি হোম ডেলিভারির অর্ডার নেওয়া হবে। ডেলিভেরি চার্জ সহ 5 কেজি বানাগানাপল্লি আমের (বাক্স) দাম পড়বে 350 টাকা।

হায়দরাবাদ, 30 এপ্রিল: যেভাবে তেলাঙ্গানায় সংক্রমণ বাড়ছে তাতে এরাজ্যে দ্রুত লকডাউন উঠে যাওয়া সম্ভব না। এই পরিস্থিতিতে হোম ডেলিভারির মাধ্যমে মরশুমি ফল আম রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল তেলেঙ্গানা সরকারের উদ্যানপালন দপ্তর।

রাজ্যের ডাক বিভাগ আম হোম ডেলিভারির দায়িত্ব পালন করবে। প্রথম পর্যায়ে হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদে এই সুবিধা দেওয়া হবে । এক্ষেত্রে গ্রাহককে তাঁর বিস্তারিত ঠিকানা জানাতে হবে। অনলাইন অর্ডার দেওয়ার 4-5 দিনের মধ্যেই আম পৌঁছে যাবে ঠিকানায়। জানানো হয়েছে, এই আম সরাসরি চাষিদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। 5 কেজির একটি বাক্সে থাকবে 12-15 টি আম। অর্ডার নেওয়া হবে ওজন ও আমের জাতের উপর নির্ভর করে। এই সময় তেলাঙ্গানার সবচেয়ে উৎকৃষ্ট আম বানাগানাপল্লি-র স্বাদ নিতে মুখিয়ে থাকে রাজ্যবাসী। সেকথা মাথাই সংশ্লিষ্ট দপ্তরের এই উদ্যোগ।

আম অর্ডার করার জন্য উদ্যানপালন মন্ত্রকের তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে।যেখানে প্রতিদিন বিকেল পাঁচটা অবধি হোম ডেলিভারির অর্ডার নেওয়া হবে। ডেলিভেরি চার্জ সহ 5 কেজি বানাগানাপল্লি আমের (বাক্স) দাম পড়বে 350 টাকা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.