বেঙ্গালুরু ( কর্নাটক), 5 নভেম্বর : বৃহস্পতিবার সকালে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় লুফথানসার একটি বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় । পাইলট সময়মত হস্তক্ষেপ করায় বড়ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হল । বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে।
লুফথানসার ফ্লাইট - LH755 সকাল 7টায় কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (KIAL) থেকে ছেড়ে ফ্রাঙ্কফুর্ট সিটিতে যাচ্ছিল।যাত্রা শুরুর পরেই পাইলট এবং তাঁর সহ-পাইলটরা বিমানের সামনের চাকায় একটি প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করেন । সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের অবস্থা ঘোষণা করেন । তাঁরা দেরি না করে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।
ATC'র নির্দেশ পাওয়ার পরে, পাইলট বিমানটিকে এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে তারপরে নিরাপদে KIAL-এ অবতরণ করান।পাইলটদের উপস্থিত বুদ্ধির কারণে বিমানের 78 জন যাত্রীর সবাই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ।