ETV Bharat / bharat

আয়ের টাকা শহিদ জওয়ানদের পরিবারকে উৎসর্গ চা বিক্রেতার - pulwama

শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন গুজরাতের আহমেদাবাদের এক চা বিক্রেতা।

চা বিক্রেতা
author img

By

Published : Feb 17, 2019, 4:57 AM IST

আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ ৪৫ জন জওয়ান। তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন গুজরাতের আহমেদাবাদের এক চা বিক্রেতা। নিজের একদিনের আয় শহিদ জওয়ানদের পরিবারকে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল সেই চা বিক্রেতার ছবি।

চা বিক্রি করতে সকাল সকাল রাজ্য সড়কের পাশে সাইকেলে চড়ে চলে আসেন ওই চা বিক্রেতা। সেখানেই রয়েছে তাঁর দোকান। দোকান বললে বরং ভুলই বলা হবে। রাস্তার উপরই রয়েছে একটি ছোটো ওভেন। তার পাশে সিলিন্ডার। আর সাইকেলে আটকানো রয়েছে কাগজের তৈরি চায়ের কাপগুলি। সেই গ্যাসেই চা তৈরি করে দিন গুজরান করেন ওই চা বিক্রেতা। এই চা বিক্রি করে একদিনে যতটুকু আয় হবে, তার পুরোটাই শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই মহৎ উদ্দেশ্যর জন্য তাঁর ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪৫ জন জওয়ান। আহত বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদে সরব গোটা দেশ। তবে শুধু দেশই নয়, বিশ্বের বিভিন্ন দেশও এই ঘটনার নিন্দায় সরব। শহিদদের পরিবারকে সাহায্য করতে এই চা বিক্রেতার মতো এগিয়ে এসেছেন অনেকেই। নিজেদের একমাসের রোজগারের টাকা সেই পরিবারগুলির হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ।

undefined

আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ ৪৫ জন জওয়ান। তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন গুজরাতের আহমেদাবাদের এক চা বিক্রেতা। নিজের একদিনের আয় শহিদ জওয়ানদের পরিবারকে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল সেই চা বিক্রেতার ছবি।

চা বিক্রি করতে সকাল সকাল রাজ্য সড়কের পাশে সাইকেলে চড়ে চলে আসেন ওই চা বিক্রেতা। সেখানেই রয়েছে তাঁর দোকান। দোকান বললে বরং ভুলই বলা হবে। রাস্তার উপরই রয়েছে একটি ছোটো ওভেন। তার পাশে সিলিন্ডার। আর সাইকেলে আটকানো রয়েছে কাগজের তৈরি চায়ের কাপগুলি। সেই গ্যাসেই চা তৈরি করে দিন গুজরান করেন ওই চা বিক্রেতা। এই চা বিক্রি করে একদিনে যতটুকু আয় হবে, তার পুরোটাই শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই মহৎ উদ্দেশ্যর জন্য তাঁর ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪৫ জন জওয়ান। আহত বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদে সরব গোটা দেশ। তবে শুধু দেশই নয়, বিশ্বের বিভিন্ন দেশও এই ঘটনার নিন্দায় সরব। শহিদদের পরিবারকে সাহায্য করতে এই চা বিক্রেতার মতো এগিয়ে এসেছেন অনেকেই। নিজেদের একমাসের রোজগারের টাকা সেই পরিবারগুলির হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ।

undefined

Sofia (Bulgaria), Feb 17 (ANI): India and Bulgaria held bilateral talks in presence of External Affairs Minister Sushma Swaraj and Bulgarian Foreign Affairs Minister Ekaterina Zakharieva. It is the first ever visit by Indian foreign minister to the European nation. EAM Swaraj will also meet and greet Indian community in Bulgaria.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.