ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় কেজরিওয়ালের নেতৃত্বে টাস্ক ফোর্স - কেজরিওয়ালের নেতৃত্বে টাস্ক ফোর্স দিল্লিতে

দিল্লিতে কোরোনার মোকাবিলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গঠিত হল টাস্ক ফোর্স । স্ক্রিনিং থেকে চিকিৎসা, সচেতনতামূলক কর্মসূচি সমস্ত কিছু খতিয়ে দেখবে এই দল।

ছবি
ছবি
author img

By

Published : Mar 4, 2020, 6:05 PM IST

দিল্লি, 4 মার্চ : এই মুহূর্তে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 28 । দিল্লিতে কোরোনা আক্রান্ত ব্যক্তির থেকে আরও ছ'জনের শরীরে সংক্রামিত হয়েছে COVID-19 । বন্ধ রয়েছে নয়ডার দুটি স্কুল । পাশাপাশি বিমান বন্দরে চলছে থার্মাল স্ক্রিনিং । সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে এবার দিল্লি সরকারের তরফে রাজ্যস্তরে গঠিত হল টাস্ক ফোর্স । নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থা ও দপ্তরগুলি যুক্ত থাকবে এই টাস্ক ফোর্সের সঙ্গে । জরুরিভিত্তিতে পুরো পরিস্থিতির মোকাবিলা করবে এই দল । এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দিল্লির ওই কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যে 88 জন এসেছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদেশ থেকে আসা প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে । এ পর্যন্ত 1 লাখ 16 হাজার 589 জনের স্ক্রিনিং হয়েছে । কোনও উপসর্গ দেখা মাত্র যাত্রীদের তড়িঘড়ি রামমনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হচ্ছে ।"

20টির বেশি হাসপাতালে বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে N-95 মাস্কের । জনগণকে সচেতন করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে । বিষয়টি সম্পর্কে স্কুলের পড়ুয়াদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে ।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি দিল্লি হিংসা ও দেশজুড়ে কোরোনা আতঙ্কের জন্য এবার হোলির অনুষ্ঠানে সামিল হচ্ছেন না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি বলেন, "আমি এবং আমার মন্ত্রিসভার কেউ এবারের হোলির অনুষ্ঠানে অংশ নেবেন না । দিল্লির মানুষকেও ভিড় থেকে দূরত্ব বজায় রাখার অনুরোধ জানাচ্ছি ।"

দিল্লি, 4 মার্চ : এই মুহূর্তে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 28 । দিল্লিতে কোরোনা আক্রান্ত ব্যক্তির থেকে আরও ছ'জনের শরীরে সংক্রামিত হয়েছে COVID-19 । বন্ধ রয়েছে নয়ডার দুটি স্কুল । পাশাপাশি বিমান বন্দরে চলছে থার্মাল স্ক্রিনিং । সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে এবার দিল্লি সরকারের তরফে রাজ্যস্তরে গঠিত হল টাস্ক ফোর্স । নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থা ও দপ্তরগুলি যুক্ত থাকবে এই টাস্ক ফোর্সের সঙ্গে । জরুরিভিত্তিতে পুরো পরিস্থিতির মোকাবিলা করবে এই দল । এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দিল্লির ওই কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যে 88 জন এসেছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদেশ থেকে আসা প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে । এ পর্যন্ত 1 লাখ 16 হাজার 589 জনের স্ক্রিনিং হয়েছে । কোনও উপসর্গ দেখা মাত্র যাত্রীদের তড়িঘড়ি রামমনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হচ্ছে ।"

20টির বেশি হাসপাতালে বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে N-95 মাস্কের । জনগণকে সচেতন করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে । বিষয়টি সম্পর্কে স্কুলের পড়ুয়াদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে ।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি দিল্লি হিংসা ও দেশজুড়ে কোরোনা আতঙ্কের জন্য এবার হোলির অনুষ্ঠানে সামিল হচ্ছেন না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি বলেন, "আমি এবং আমার মন্ত্রিসভার কেউ এবারের হোলির অনুষ্ঠানে অংশ নেবেন না । দিল্লির মানুষকেও ভিড় থেকে দূরত্ব বজায় রাখার অনুরোধ জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.