চেন্নাই, 17 এপ্রিল : দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা সংক্রমণ । যার জেরে করা হয়েছে একাধিক পদক্ষেপ । ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য সরকারের তরফে বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের বেতন । কিন্তু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিষয়টি সেই অর্থে ভেবে দেখা হয়নি বললেই চলে । এবার তামিলনাড়ু সরকার এগিয়ে এল এই কাজে । সেখানকার মুখ্যমন্ত্রী ই.কে পালানিস্বামী গতকাল ঘোষণা করেন, তামিলনাড়ুতে কোরোনা আক্রান্ত হয়ে কোনও সাংবাদিকের মৃত্যু হলে তাঁদের পরিবার পিছু 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকরা নিজের কর্তব্য পালনের জন্য বাইরে বের হন এবং কোরোনা আক্রান্ত হতে পারেন খবর সংগ্রহের কাজে নানা জায়গায় গেলে । এর পাশাপাশি তিনি আরও জানান, যদি কোনও সাংবাদিক কোরোনায় আক্রান্ত হন তখনও সরকারই তাঁর খরচা বহন করবে এবং কোনও ক্ষেত্রে যদি সেই ব্যক্তির মৃত্যু হয় তবে তাঁর পরিবার পিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।
এদিকে, পালানিস্বামী জানিয়েছেন, কোরোনা সন্দেহে যে সকল ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয়েছে, গত 24 ঘণ্টায় তাঁদের মধ্যে 25 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ। তামিলনাড়ুতে কোরোনায় মৃতের সংখ্যা 15 ৷ 180 জন সুস্থ হয়ে উঠেছেন