চেন্নাই, 21 জুন : একদিনে সর্বোচ্চ । 24 ঘণ্টায় তামিলনাড়ুতে 2,532 জনের শরীরে মিলল COVID-19-র সন্ধান । এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 59,377 । মৃত্যু হয়েছে 757 জনের ।
গতকাল তামিলনাড়ুতে একদিনে 2,396 জন কোরোনা আক্রান্ত হয়েছিলেন । যা এপর্যন্ত সর্বোচ্চ ছিল । আজ সেই সংখ্যাও ছাড়িয়ে গেল । স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ মোট 2,532 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 704 জন । আজ আরও 53 জনের মৃত্যু হয়েছে । তবে বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও । আজ মোট 1,438 জন সুস্থ হয়ে উঠেছেন । এনিয়ে রাজ্যে মোট 32,754 জন কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ।
নতুন করে আক্রান্তদের মধ্যে এমন পাঁচজন রয়েছেন, যাঁরা সদ্য বিদেশ থেকে ফিরেছেন । এছাড়াও নানা রাজ্য থেকে সদ্য বাড়ি ফেরা আরও 47 জনও রয়েছে এই আক্রান্তের তালিকায় । এদের মধ্যে 16 জনই কেরালা থেকে ফিরেছেন ।
আজ মোট 31,401 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । সবমিলিয়ে মোট 9 লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে তামিলনাড়ুতে ।