ETV Bharat / bharat

তামিলনাড়ুতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ - youth death in tamil nadu

এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে 3 মহিলা সহ 7 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তামিলনাড়ুর ভিল্লুপুরমের ঘটনা৷ ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷

Tamil Nadu
যুবককে পিটিয়ে খুন
author img

By

Published : Feb 16, 2020, 11:03 PM IST

চেন্নাই, 16 ফেব্রুয়ারি : যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি তামিলনাড়ুর ভিল্লুপুরমের ৷ ঘটনায় 3 মহিলা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মৃতের পরিবারকে 8 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম শক্তিভেল৷ ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চব্বিশের শক্তিভেলকে৷ এমনকী তাঁকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল বলেও জানানো হয়৷ এরপরেই পুলিশের তরফে শক্তিভেলের পরিবারে খবর দেওয়া হয়৷ যদিও পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে ৷ ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে৷

মৃতের বোন জানিয়েছেন, শক্তিভেলের শারীরিক অবস্থা ঠিক ছিল না ৷ তার পেট খারাপ ছিল৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় একটি মাঠে সে মলত্যাগ করতে যায়৷ সেখানেই শক্তিভেলকে বেশ কয়েকজন ঘিরে ধরে মারতে শুরু করে বলে অভিযোগ করেন তাঁর বোন৷

অপরদিকে পুলিশ সূত্রের খবর, শক্তিভেলের বিরুদ্ধে এর আগে ধর্ষণের অভিযোগ ওঠে৷ তবে, সেক্ষেত্রে কোনও মামলা করা হয়নি৷

চেন্নাই, 16 ফেব্রুয়ারি : যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি তামিলনাড়ুর ভিল্লুপুরমের ৷ ঘটনায় 3 মহিলা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মৃতের পরিবারকে 8 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম শক্তিভেল৷ ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চব্বিশের শক্তিভেলকে৷ এমনকী তাঁকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল বলেও জানানো হয়৷ এরপরেই পুলিশের তরফে শক্তিভেলের পরিবারে খবর দেওয়া হয়৷ যদিও পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে ৷ ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে৷

মৃতের বোন জানিয়েছেন, শক্তিভেলের শারীরিক অবস্থা ঠিক ছিল না ৷ তার পেট খারাপ ছিল৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় একটি মাঠে সে মলত্যাগ করতে যায়৷ সেখানেই শক্তিভেলকে বেশ কয়েকজন ঘিরে ধরে মারতে শুরু করে বলে অভিযোগ করেন তাঁর বোন৷

অপরদিকে পুলিশ সূত্রের খবর, শক্তিভেলের বিরুদ্ধে এর আগে ধর্ষণের অভিযোগ ওঠে৷ তবে, সেক্ষেত্রে কোনও মামলা করা হয়নি৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.