ETV Bharat / bharat

কবে খুলছে তাজমহল ? - ASI

সেজে উঠছে তাজমহল । পর্যটকদের অপেক্ষায় বসে লালকেল্লাও । তবে মাস্ক পরা বাধ্যতামূলক ।

Tajmahal
ফাইল ছবি
author img

By

Published : Jul 2, 2020, 9:29 PM IST

দিল্লি, 2 জুলাই : আবারও পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠছে তাজমহল । খুলছেলালকেল্লাও । 6 জুলাই থেকে খুলে যাচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারাসংরক্ষিত সমস্ত স্থাপত্য । জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ।

এর আগে জুনের শুরুতে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারদ্বারা সংরক্ষিত তিন হাজারেরও বেশি স্থাপত্যের মধ্যে 820 টি খুলে দেওয়ারসিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র । যেসব স্থাপত্যগুলিকে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়, সেইসব এলাকাগুলিকে গতমাস থেকেই খুলেদেওয়া হয়েছিল । এবার বাকি স্থাপত্যগুলিকেও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত স্থাপত্যেরসংখ্যা রয়েছে 3691 । কোরোনা আবহে 17মার্চ থেকে এই সমস্ত স্থাপত্যগুলি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়ারসিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ।

  • सांची (मध्यप्रदेश),पुराना किला (दिल्ली),खजुराहो (विश्व धरोहर) के प्रतीकात्मक चित्र।मैने @MinOfCultureGoI @ASIGoI के साथ निर्णय लिया है कि आगामी ६जुलाई से सभी स्मारकों को पूर्णसुरक्षा के साथ खोले जा सकता है @PMOIndia @JPNadda @incredibleindia @tourismgoi @MinOfCultureGoI @BJP4MP pic.twitter.com/opPzj5Mg7l

    — Prahlad Singh Patel (@prahladspatel) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

6 জুলাই থেকে তাজমহল, লালকেল্লা ও অন্যান্য স্থাপত্যগুলি খুললেও মানতে হবে একগুচ্ছ নিয়মবিধি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত কোরোনা ভাইরাস সংক্রান্ত নিয়মবিধি মেনেই কাজ করতে হবে সংশ্লিষ্ট স্থাপত্যের পরিচালন সমিতিগুলিকে ।

সূত্রের খবর, পর্যটকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । টুইটে 6 জুলাই থেকে সমস্ত স্থাপত্যগুলি খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রহ্লাদ প্যাটেল । তবে এই গোটা বিষয়টি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেই কাজ করা হবে ।

দিল্লি, 2 জুলাই : আবারও পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠছে তাজমহল । খুলছেলালকেল্লাও । 6 জুলাই থেকে খুলে যাচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারাসংরক্ষিত সমস্ত স্থাপত্য । জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ।

এর আগে জুনের শুরুতে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারদ্বারা সংরক্ষিত তিন হাজারেরও বেশি স্থাপত্যের মধ্যে 820 টি খুলে দেওয়ারসিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র । যেসব স্থাপত্যগুলিকে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়, সেইসব এলাকাগুলিকে গতমাস থেকেই খুলেদেওয়া হয়েছিল । এবার বাকি স্থাপত্যগুলিকেও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত স্থাপত্যেরসংখ্যা রয়েছে 3691 । কোরোনা আবহে 17মার্চ থেকে এই সমস্ত স্থাপত্যগুলি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়ারসিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ।

  • सांची (मध्यप्रदेश),पुराना किला (दिल्ली),खजुराहो (विश्व धरोहर) के प्रतीकात्मक चित्र।मैने @MinOfCultureGoI @ASIGoI के साथ निर्णय लिया है कि आगामी ६जुलाई से सभी स्मारकों को पूर्णसुरक्षा के साथ खोले जा सकता है @PMOIndia @JPNadda @incredibleindia @tourismgoi @MinOfCultureGoI @BJP4MP pic.twitter.com/opPzj5Mg7l

    — Prahlad Singh Patel (@prahladspatel) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

6 জুলাই থেকে তাজমহল, লালকেল্লা ও অন্যান্য স্থাপত্যগুলি খুললেও মানতে হবে একগুচ্ছ নিয়মবিধি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত কোরোনা ভাইরাস সংক্রান্ত নিয়মবিধি মেনেই কাজ করতে হবে সংশ্লিষ্ট স্থাপত্যের পরিচালন সমিতিগুলিকে ।

সূত্রের খবর, পর্যটকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । টুইটে 6 জুলাই থেকে সমস্ত স্থাপত্যগুলি খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রহ্লাদ প্যাটেল । তবে এই গোটা বিষয়টি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেই কাজ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.