ETV Bharat / bharat

জরিমানা দিয়ে ছাড়া পেল তবলিঘির 121 সদস্য - দিল্লির আদালত

79 জন বাংলাদেশি এবং কিরঘিজ়স্তানের 42 জন নাগরিককে স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিল দিল্লির আদালত ।

tablighi zamat case
tablighi zamat case
author img

By

Published : Jul 20, 2020, 9:59 PM IST

দিল্লি, 20 জুলাই : তবলিঘি জামাত মামলায় 121 জনকে জামিনে মুক্তি দিল দিল্লির একটি আদালত ৷ এদের মধ্যে রয়েছে 79 জন বাংলাদেশি নাগরিক ৷ এই নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং ৷ অন্যদিকে, জামাত মামলার আর এক বিচারপতি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোহিত গুলিয়া, কিরঘিজ়স্তানের 42 জন নাগরিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে বলেন । তাদেরও মুক্তি দেওয়া হয় ৷

বাংলাদেশের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন অসীমা মণ্ডলা এবং কিরঘিজ়স্তানের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন ফাহিম খান । বাংলাদেশের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন অসীমা মণ্ডলা এবং কিরঘিজ়স্তানের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন ফাহিম খান ।

দিল্লি, 20 জুলাই : তবলিঘি জামাত মামলায় 121 জনকে জামিনে মুক্তি দিল দিল্লির একটি আদালত ৷ এদের মধ্যে রয়েছে 79 জন বাংলাদেশি নাগরিক ৷ এই নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং ৷ অন্যদিকে, জামাত মামলার আর এক বিচারপতি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোহিত গুলিয়া, কিরঘিজ়স্তানের 42 জন নাগরিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে বলেন । তাদেরও মুক্তি দেওয়া হয় ৷

বাংলাদেশের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন অসীমা মণ্ডলা এবং কিরঘিজ়স্তানের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন ফাহিম খান । বাংলাদেশের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন অসীমা মণ্ডলা এবং কিরঘিজ়স্তানের নাগরিকদের পক্ষে আইনজীবী ছিলেন ফাহিম খান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.