ETV Bharat / bharat

রাজ্য সরকারের ট্যাবলোর প্রস্তাব ভেবে দেখবে না কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি - রাজ্য সরকারের ট্যাবলোর প্রস্তাব ভেবে দেখবে না কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা বিশেষজ্ঞদের কমিটি দুই রাউন্ডের বৈঠকের পর নতুন করে পর্যালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে । এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

tableau
tableau
author img

By

Published : Jan 1, 2020, 10:01 PM IST

Updated : Jan 1, 2020, 10:17 PM IST

দিল্লি , 1 জানুয়ারি : এই বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা নতুন করে বিবেচনা না করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি ।

এবছর কুচকাওয়াজের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির কাছে 56টি ট্যাবলোর প্রস্তাব এসেছে । তার মধ্যে 32টি বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের তরফে এবং 24টি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের তরফে পাঠানো হয়েছে । বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবগুলি পর্যালোচনা করে সেগুলির মধ্যে থেকে 22টিকে বাছাই করেছে । তার মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 16টি এবং বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের 6টি প্রস্তাব রয়েছে ।

রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা বিশেষজ্ঞদের কমিটি দুই রাউন্ডের বৈঠকের পর নতুন করে পর্যালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে । এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

দিল্লি , 1 জানুয়ারি : এই বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা নতুন করে বিবেচনা না করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি ।

এবছর কুচকাওয়াজের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির কাছে 56টি ট্যাবলোর প্রস্তাব এসেছে । তার মধ্যে 32টি বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের তরফে এবং 24টি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের তরফে পাঠানো হয়েছে । বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবগুলি পর্যালোচনা করে সেগুলির মধ্যে থেকে 22টিকে বাছাই করেছে । তার মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 16টি এবং বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের 6টি প্রস্তাব রয়েছে ।

রাজ্য সরকারের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা বিশেষজ্ঞদের কমিটি দুই রাউন্ডের বৈঠকের পর নতুন করে পর্যালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে । এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

New Delhi, Dec 30 (ANI): Army Chief General Bipin Rawat has been appointed as India's first Chief of Defence Staff on December 30. This is the first time that this position has been created by the central government and appointed General Rawat as the topmost defence officer of the country to be the main point of contact for the government for dealing with defence forces' issues. General Rawat is completing his full three-year term as the Chief of Army Staff on December 31. He will now continue to serve till March 2022 as the CDS, where his main role would be to create synergy in operations and finances of the three services.
Last Updated : Jan 1, 2020, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.