ETV Bharat / bharat

সার্ভার ডাউনে পরিষেবা ব্যাহত ইন্ডিগোর, 1 ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক - indigo twitted after outage hits flyers

নেটওয়ার্ক সিস্টেম ডাউন । তাই ব্যাহত হয় বিমান পরিষেবা । এক ঘণ্টা পর স্বাভাবিক হল ইন্ডিগোর পরিষেবা

ফাইল ফোটো
author img

By

Published : Nov 4, 2019, 10:52 PM IST

বেঙ্গালুরু, 4 নভেম্বর : এক ঘণ্টা পর স্বাভাবিক হল ভারতের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো-র পরিষেবা ও চেক-ইন সিস্টেম । আজ সকাল থেকে সংস্থার নেটওয়ার্ক সার্ভার ডাউন হয়ে যায় । এর জেরে ব্যাহত হয় পরিষেবা । এর জেরে বিমানবন্দরে যাত্রীদের সমস্যায় পড়তে হয় । তাঁদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লাইনে ।

পরিষেবা ব্যাহত হওয়ার পর ইন্ডিগো টুইট করে , "আমাদের নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে । দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন । যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ।"

indigo
সার্ভার ডাউনে পরিষেবা ব্যাহত ইন্ডিগোর

দূষণের কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দিল্লিতে আজ অনেক বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয় । অন্যদিকে ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয় ।

ইন্ডিগো সংস্থাটি ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেডের মালিকানাধীন । মুম্বইয়ে 3 টে 5 মিনিটে এই কম্পানির শেয়ার 0.3 শতাংশ পড়ে যায় ।

বেঙ্গালুরু, 4 নভেম্বর : এক ঘণ্টা পর স্বাভাবিক হল ভারতের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো-র পরিষেবা ও চেক-ইন সিস্টেম । আজ সকাল থেকে সংস্থার নেটওয়ার্ক সার্ভার ডাউন হয়ে যায় । এর জেরে ব্যাহত হয় পরিষেবা । এর জেরে বিমানবন্দরে যাত্রীদের সমস্যায় পড়তে হয় । তাঁদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লাইনে ।

পরিষেবা ব্যাহত হওয়ার পর ইন্ডিগো টুইট করে , "আমাদের নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে । দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন । যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ।"

indigo
সার্ভার ডাউনে পরিষেবা ব্যাহত ইন্ডিগোর

দূষণের কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দিল্লিতে আজ অনেক বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয় । অন্যদিকে ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয় ।

ইন্ডিগো সংস্থাটি ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেডের মালিকানাধীন । মুম্বইয়ে 3 টে 5 মিনিটে এই কম্পানির শেয়ার 0.3 শতাংশ পড়ে যায় ।

Kathmandu (Nepal), Nov 04 (ANI): Toll in the bus accident in Nepal's Sindhupalchowk district on Sunday rose to 16 after more bodies were recovered during the search and rescue operations. The incident occurred at around 1 pm (local time) when the bus, en route to Kathmandu from Maga Deurali area of Dolakha village, skidded off Araniko highway and plunged into the Sunkoshi river. Several people were injured in the incident and were rushed to Sadabahar Hospital and Primary Health Care Centre in Dolalghat village for treatment. The bus was carrying 34 passengers at the time of the incident. The cause of the accident is yet to be ascertained.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.