প্রশ্ন: NRC, NPR এবং CAA-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে "উই দা পিপল অফ ইন্ডিয়া"-র ব্যানারে আপনারা সমবেত হয়েছেন ৷ আপনাদের এই গ্রুপ জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) বয়কটের ডাক দিয়েছে ৷ কিন্তু, সরকার বলছে NPR রুটিন প্রক্রিয়া ৷ এই বিষয়ে বিস্তারিতভাবে বলুন?
উত্তর: এপ্রিল থেকে শুরু হওয়া NPR বয়কটের ডাক দিয়েছি আমরা ৷ কিন্তু, কেন জানেন ? কারণ, প্রস্তাবিত অনৈতিক ও বিভাজনপূর্ণ জাতীয় নাগরিকপঞ্জি (NRC) যা ভবিষ্যতে আনার পরিকল্পনা করেছে সরকার, তা আটকানোর এটাই একমাত্র পথ ৷ সরকার নাগরিকদের একটি তালিকা চায়, এই বিষয়ে আমাদের সঙ্গে সরকারের কোনও বিরোধ নেই ৷ ভোটার তালিকা তো রয়েছেই ৷ তার উপর আধার কার্ড ও রেশন কার্ডও রয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য ৷ সোজাভাবে কেন করা হচ্ছে না? ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের NRC-র তালিকায় রাখা হোক ৷ যারা বাদ যাচ্ছে, তারা 5-6 মাসের মধ্যে পিটিশন দায়ের করলেই হল ৷ যদি সরকারের মনে হয় যে তালিকায় কোনও ভুল ব্যক্তি রয়েছে, তাহলে সরকার স্বীকৃতি না দিতে পারে ৷ সরকার তার বদলে চাইছে নতুন করে প্রক্রিয়া শুরু করতে ৷ এর কি প্রয়োজন রয়েছে? এবং যদি এটি নথির ভিত্তিতে হয়, তাহলে তা কি বৈষম্যমূলক হবে না? সম্প্রতি অসমে হয়ে যাওয়া NRC-কে উদাহরণ হিসাবে দেখলে বোঝা যাবে যে একজন নাগরিকের পক্ষে এটি কতটা বড় বিপর্যয় ৷ আমাদের বিশ্বাস, নোটবন্দী দেশের অর্থনীতির যা হাল করেছে, NPR ও NRC -ও একই হাল করবে আমাদের সমাজে ৷ তাই আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি ৷
প্রশ্ন: আপনি কেন বারবার বলেন NRC BJP-র গোপন কোনও অ্যজেন্ডা?
উত্তর: আসলে BJP-র অ্যাজেন্ডা আর গোপন নেই ৷ অসমে হয়ে যাওয়া NRC সুপ্রিম কোর্টের নজরদারিতে হয়েছিল, তাই BJP-র প্রত্যাশিত ফল মেলেনি ৷ তারা ভেবেছিল NRC এমন একটি যন্ত্র হয়ে উঠবে, যা দেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে সাহায্য করবে, হিন্দুরা বেঁচে যাবে৷ তবে কোর্টের নজরদারিতে সম্পূর্ণ বিষয়টি পরিচালিত হওয়ায় সেই ঘটনা ঘটেনি ৷ যখন অসমে NRC হয়ে গেল, দেখা গেল 19 লাখ মানুষকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার অধিকাংশই হিন্দু ৷ অসমে BJP-র ভোটব্যঙ্ক হল বাঙালি হিন্দুরা, তাই এখন বলা হচ্ছে অসমে NRC বাতিল ৷ এইবার যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টির সঙ্গে জড়িত নয়, তাই তারা এখন যেমন ইচ্ছে তেমন ভাবে এই কাজটি করবে ৷ তাদের কাছে ইতিমধ্যেই নাগরিকত্ব আইন রয়েছে যা হিন্দু ও মুসলিমদের আলাদা করছে ৷ যদি কোনও হিন্দু ধরা পড়ে, তাহলে তাদের CAA-র অন্তর্ভুক্ত করা হবে ৷ এটাই তাদের শয়তানি পরিকল্পনা ৷ কেবলমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আরও বেশি ভোট পাওয়ার জন্য দেশজুড়ে এই নাগরিকত্বের খেলা হচ্ছে ৷
প্রশ্ন: কাদের গায়ে এই আগুনের আঁচ লাগবে?
উত্তর: NRC দেশের প্রতি তিনজনের একজনকে প্রভাবিত করবে ৷ প্রতিটি গরিব, দলিত ও আদিবাসীরা এই সিদ্ধান্তে প্রভাবিত হবে কারণ তাদের কাছে কোনও কাগজ নেই নাগরিকত্ব প্রমাণ করার ৷
প্রশ্ন: নাগরিকরা যদি NPR বয়কট করে তাহলে তাদের কী ঝুঁকি থাকবে?
উত্তর: আমরা আইন অমান্যের কথা বলেছি, কর্মকর্তাদের ক্ষতি করার নয় ৷ সরকারি কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের চা খেতে দিন কিন্তু জবাব দেবেন না ৷ আইনত, প্রতি পরিবার পিছু 1000 টাকা জরিমানা হতে পারে ৷ কিন্তু সরকারের কোন প্রকল্প থেকে বাদ পড়বেন না নাগরিকরা ৷ এটি আইন বিরোধী ৷ মিথ্যা প্রচার করা হচ্ছে যে যারা NPR-র বিরোধিতা করবে, তারা কোনও সরকারি পরিষেবা পাবে না ৷ NPR সরকারি পরিষেবা থেকে জনগণকে বাদ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে না ৷ NPR-র একমাত্র উদ্দেশ্য হল NRC-তে সাহায্য করা ৷
প্রশ্ন: আপনাদের পরিকল্পনা কী?
উত্তর: আমরা 22 ফেব্রুয়ারি, মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী থেকে একমাস ধরে একটি সচেতনতা অভিযান শুরু করেছি ৷ যা শেষ হবে 23 মার্চ, ভগৎ সিং যেদিন শহিদ হয়েছিলেন ৷ এই এই অভিযানটি প্রায় 100 টি বিভিন্ন সংস্থার যৌথ প্রয়াস, যারা ‘‘আমরা ভারতের জনগণ’’ অন্তর্গত ৷ আমরা সোশাল মিডিয়ার ব্যবহারও করব ৷ অবশেষে এটি মুখে মুখে প্রচার করা হবে, যা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দেবে ৷
প্রশ্ন: আপনি কি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জামিলা মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে NPR ইশুতে প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন ?
উত্তর: না, আমি প্রতিবাদের মুখ নই ৷ বরং এই দেশের নারীরা প্রতিবাদের মুখ ৷ এদের মধ্যে জামিয়ার ওই দুই ছাত্রী অন্তর্গত যারা তাদের বন্ধুকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে ছিল ৷ JNU-র ঐশি ঘোষ ও সেই সকল মহিলা যারা শাহিনবাগে CAA-র বিরোধিতা করছে ৷ দাড়িভর্তি পুরুষ চেহারা নয়, দেশের নারীরাই প্রতিবাদের মুখ ৷