ETV Bharat / bharat

ম্যাঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক, চিহ্নিত সন্দেহভাজন - ম্যাঙ্গালুরু

ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায় ৷ ঘটনাস্থানে বম ডিসপোজ়াল স্কয়্যাড পৌঁছে ব্যাগটিকে এলাকা থেকে দূরে নিয়ে যায় ৷ তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে ৷

Mangalore airport
ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর
author img

By

Published : Jan 20, 2020, 8:59 PM IST

ম্যাঙ্গালুরু, 20 জানুয়ারি : ম্যাঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ৷ ব্যাগ থেকে উদ্ধার বিস্ফোরক ৷ খবর পেয়ে কুকুর নিয়ে বম ডিসপোজ়াল স্কয়্যাড ঘটনাস্থানে আসে ৷ CISF জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে ৷ ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ সকালে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ এরপরই বোমাতঙ্ক ছড়ায় ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ খবর পেয়ে বিমানবন্দরের সুরক্ষা কর্মীরা এবং কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (CISF) তৎক্ষণাৎ জায়গাটি ঘিরে ফেলে ৷ বম ডিসপোজ়াল স্কয়্যাড এসে ব্যাগটিকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায়৷ এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে একটি কালো ল্যাপটপ ব্যাগে ওই বিস্ফোরক পাওয়া যায় ৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে বম স্কয়্যাড একটি গাড়িতে বিস্ফোরকটি তুলে ঘটনাস্থান থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায় । আজ সন্ধেয় বিমানবন্দরের অদূরে একটি খোলা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷ ঘটনাটি ম্যাঙ্গালুরু থানায় তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, হালকা রঙের শার্ট পরা ও মাথায় সাদা রঙের বেসবল টুপি পরা এক ব্যক্তি একটি অটোতে উঠে যাচ্ছে ৷ যদিও তার মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ৷

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেন, "আমরা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পদক্ষেপ নিয়েছি । ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করতে তদন্ত চলছে ৷ "

ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা বলেন, "পুলিশ ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷ কে বা কারা ব্যাগটি সেখানে রাখে তা জানতে তদন্ত চলছে ৷ ঘটনার পর CISF , বম স্কয়্যাড, মেটাল ডিটেক্টর এবং কুকুর স্কয়্যাডের সহায়তায় বিমানবন্দর তল্লাশি অভিযান চালানো হয় ৷ স্থানীয় পুলিশ বিস্ফোরক আইন ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারার অধীনে একটি FIR নথিভুক্ত করেছে । দায়ীদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে ৷ আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দোষীদের ধরতে সক্ষম হব ৷ তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সবরকম সতর্কতা অবলম্বন করেছি ৷ "

CISF ডেপুটি জেনেরাল অনিল পাণ্ডে জানিয়েছেন , " আমাদের জওয়ানরা আজ সকালে একটি পরিত্যক্ত ব্যাগ পেয়েছিল ৷ তারপরই বম ডিসপোজ়াল স্কয়্যাডকে জানানো হয় । ব্যাগের ভিতরে একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইজ় পাওয়া গেছে ৷ "

জানা গেছে, ঘটনার জেরে বেঙ্গালুরু ও হুবলি বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ কর্নাটকের অন্যান্য বিমানবন্দর ও রেল স্টেশনেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ জনসাধারণের অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷

ম্যাঙ্গালুরু, 20 জানুয়ারি : ম্যাঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ৷ ব্যাগ থেকে উদ্ধার বিস্ফোরক ৷ খবর পেয়ে কুকুর নিয়ে বম ডিসপোজ়াল স্কয়্যাড ঘটনাস্থানে আসে ৷ CISF জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে ৷ ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ সকালে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ এরপরই বোমাতঙ্ক ছড়ায় ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ খবর পেয়ে বিমানবন্দরের সুরক্ষা কর্মীরা এবং কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (CISF) তৎক্ষণাৎ জায়গাটি ঘিরে ফেলে ৷ বম ডিসপোজ়াল স্কয়্যাড এসে ব্যাগটিকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায়৷ এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে একটি কালো ল্যাপটপ ব্যাগে ওই বিস্ফোরক পাওয়া যায় ৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে বম স্কয়্যাড একটি গাড়িতে বিস্ফোরকটি তুলে ঘটনাস্থান থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায় । আজ সন্ধেয় বিমানবন্দরের অদূরে একটি খোলা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷ ঘটনাটি ম্যাঙ্গালুরু থানায় তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, হালকা রঙের শার্ট পরা ও মাথায় সাদা রঙের বেসবল টুপি পরা এক ব্যক্তি একটি অটোতে উঠে যাচ্ছে ৷ যদিও তার মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ৷

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেন, "আমরা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পদক্ষেপ নিয়েছি । ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করতে তদন্ত চলছে ৷ "

ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা বলেন, "পুলিশ ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷ কে বা কারা ব্যাগটি সেখানে রাখে তা জানতে তদন্ত চলছে ৷ ঘটনার পর CISF , বম স্কয়্যাড, মেটাল ডিটেক্টর এবং কুকুর স্কয়্যাডের সহায়তায় বিমানবন্দর তল্লাশি অভিযান চালানো হয় ৷ স্থানীয় পুলিশ বিস্ফোরক আইন ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারার অধীনে একটি FIR নথিভুক্ত করেছে । দায়ীদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে ৷ আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দোষীদের ধরতে সক্ষম হব ৷ তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সবরকম সতর্কতা অবলম্বন করেছি ৷ "

CISF ডেপুটি জেনেরাল অনিল পাণ্ডে জানিয়েছেন , " আমাদের জওয়ানরা আজ সকালে একটি পরিত্যক্ত ব্যাগ পেয়েছিল ৷ তারপরই বম ডিসপোজ়াল স্কয়্যাডকে জানানো হয় । ব্যাগের ভিতরে একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইজ় পাওয়া গেছে ৷ "

জানা গেছে, ঘটনার জেরে বেঙ্গালুরু ও হুবলি বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ কর্নাটকের অন্যান্য বিমানবন্দর ও রেল স্টেশনেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ জনসাধারণের অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷

Intro:Body:



Bomb exploded by the Bomb inactive team in mangaluru



Mangaluru(Karnataka): A suspected bag was found in Mangaluru airport. Bag was checked and it was suspeted to be bomb in the bag. Immediately people in and around the airport were sent out far from the bomb location by the police. The Bomb inactive team came in to action but since the battery which was necessary for bomb inactivativation was low. Hence the process bought more time.



The bomb was taken to Kenjaru field for inactivation and placed within sand bags and blasted. The bomb blasted area was covered by Huge smoke. People and staff are safe. 



All the visuals of unknown person coming to the airport and placing bag everything is captured in the CC Camera.  




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.