ETV Bharat / bharat

সাহায্য চাইলেই পাশে দাঁড়াতেন বিদেশমন্ত্রী সুষমা - প্রথম মহিলা বিদেশমন্ত্রী সুষমা

যখনই কেউ বিপদে পড়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুষমা স্বরাজ ৷ প্রধানমন্ত্রীর কথায়, বিদেশ মন্ত্রক তথা সরকারকে মানবিক মুখ দিয়েছিলেন তিনি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 7, 2019, 4:51 AM IST

Updated : Aug 7, 2019, 8:57 AM IST

দিল্লি, 7 অগাস্ট : "মঙ্গলে আটকে পড়লেও উদ্ধার করবে ভারতীয় দূতাবাস" ৷ মজা করে কথাটা বললেও যখনই যেখানে কেউ বিপদে পড়েছে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷ তাই তো বিদেশমন্ত্রী থেকে তিনি হয়ে ওঠেছিলেন ভারতের "সুপার মম"৷

2014 সালে বিদেশমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরই সোশাল মিডিয়াকে অন্যভাবে কাজে লাগিয়েছিলেন সুষমা স্বরাজ ৷ সবসময় সোশাল মিডিয়ায় সক্রিয় থাকতেন ৷ সাহায্য করার জন্য থাকতেন প্রস্তুত ৷ শুধু দেশের নাগরিক বা অনাবাসী ভারতীয় নয়, বিদেশিদের জন্যও ছিল তাঁর অবারিত দ্বার ৷

2017 সাল ৷ পাকিস্তানের শিশু শিরিন সিরাজ়ের ওপেন হার্ট সার্জারির জন্য একবছরের মেডিকেল ভিসা মঞ্জুর করেছিলেন ৷ সেই বছরই মেডিকেল ভিসা দিয়ে পাকিস্তানের আরও দুই নাগরিকের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷

Sushma swaraj
শিরিন সিরাজ়ের পরিবারকে করা সুষমা স্বরাজের টুইট

শুধু পাকিস্তানের নাগরিক নয়, ইয়েমেনের এক মহিলাকেও সাহায্য করেছিলেন তিনি ৷ আট মাসের সন্তানের ছবি দিয়ে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে তাঁদের উদ্ধারের জন্য আবেদন করেছিলেন ওই মহিলা ৷ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন তৎকালীন বিদেশমন্ত্রী ৷ উদ্ধার করা হয় তাঁদের ৷

বিদেশে ভারতীয়রা যখনই বিপদে পড়েছে পাশে পেয়েছেন সুষমাজিকে ৷ 2015-র ফেব্রুয়ারিতে ইরানে আটকে পড়া 168 ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছিল তাঁরই তৎপরতায় ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োর উপর ভিত্তি করেই তাঁদের উদ্ধারে সচেষ্ট হয়েছিলেন ৷ সেই বছরই জার্মানির বার্লিনে পাসপোর্টসহ ওয়ালেট হারিয়ে ফেলা এক ভারতীয়কে সাহায্য করেছিলেন তিনি৷

সালটা 2016 ৷ দোহা বিমানবন্দরে আটকে পড়েছিল তার ভাই ৷ এক যুবকের কাতর আবেদনে সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী৷

Sushma swaraj
সুষমা স্বরাজকে করা টুইট

2018-র কথা ৷ কয়েকদিন পরই বিয়ে ৷ কিন্তু, পাসপোর্টের জন্য অ্যামেরিকা থেকে দেশে ফিরতে পারছিলেন না এক যুবক ৷ সাহায্য চাইতেই এগিয়ে আসেন তিনি ৷

2016 সালে যখন তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল তখনও SOS মেসেজের মাধ্যমে একজনকে সাহায্য করেছিলেন ।

15 বছর পাকিস্তানে আটকে থাকার পর দেশে ফিরেছিল মূক ও বধির গীতা ৷ তার পরিবারকে খুঁজতে সাহায্য করেছিলেন সুষমা স্বরাজ ৷ তার জন্য পাত্র খোঁজাও শুরু করেন তিনি ৷

এভাবেই তাঁর একের পর এক পদক্ষেপের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সুষমা স্বরাজ ৷ জনপ্রিয় করে তুলেছিলেন তাঁর মন্ত্রককেও ৷ অনায়াসে তাঁকে ভারতের "সুপার মম" আখ্যা দিয়েছিল বিদেশের এক সংবাদপত্র ৷ পাকিস্তানের এক ব্যক্তি ভাইঝির জন্য ভিসার আবেদন করতে গিয়ে সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "আল্লার পর আপনিই শেষ ভরসা৷"

তাঁর এই কাজের প্রশংসা না করে থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেছিলেন, বিদেশ মন্ত্রক তথা সরকারকে মানবিক মুখ দিয়েছিলেন সুষমাজি ৷ তাঁর কাজের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, একেই বলে সুপ্রশাসন ৷ আর তাঁর প্রয়াণের পর প্রধানমন্ত্রীর শোকবার্তায় উঠে এসেছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজেরই কথা ৷

দিল্লি, 7 অগাস্ট : "মঙ্গলে আটকে পড়লেও উদ্ধার করবে ভারতীয় দূতাবাস" ৷ মজা করে কথাটা বললেও যখনই যেখানে কেউ বিপদে পড়েছে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷ তাই তো বিদেশমন্ত্রী থেকে তিনি হয়ে ওঠেছিলেন ভারতের "সুপার মম"৷

2014 সালে বিদেশমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরই সোশাল মিডিয়াকে অন্যভাবে কাজে লাগিয়েছিলেন সুষমা স্বরাজ ৷ সবসময় সোশাল মিডিয়ায় সক্রিয় থাকতেন ৷ সাহায্য করার জন্য থাকতেন প্রস্তুত ৷ শুধু দেশের নাগরিক বা অনাবাসী ভারতীয় নয়, বিদেশিদের জন্যও ছিল তাঁর অবারিত দ্বার ৷

2017 সাল ৷ পাকিস্তানের শিশু শিরিন সিরাজ়ের ওপেন হার্ট সার্জারির জন্য একবছরের মেডিকেল ভিসা মঞ্জুর করেছিলেন ৷ সেই বছরই মেডিকেল ভিসা দিয়ে পাকিস্তানের আরও দুই নাগরিকের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷

Sushma swaraj
শিরিন সিরাজ়ের পরিবারকে করা সুষমা স্বরাজের টুইট

শুধু পাকিস্তানের নাগরিক নয়, ইয়েমেনের এক মহিলাকেও সাহায্য করেছিলেন তিনি ৷ আট মাসের সন্তানের ছবি দিয়ে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে তাঁদের উদ্ধারের জন্য আবেদন করেছিলেন ওই মহিলা ৷ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন তৎকালীন বিদেশমন্ত্রী ৷ উদ্ধার করা হয় তাঁদের ৷

বিদেশে ভারতীয়রা যখনই বিপদে পড়েছে পাশে পেয়েছেন সুষমাজিকে ৷ 2015-র ফেব্রুয়ারিতে ইরানে আটকে পড়া 168 ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছিল তাঁরই তৎপরতায় ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োর উপর ভিত্তি করেই তাঁদের উদ্ধারে সচেষ্ট হয়েছিলেন ৷ সেই বছরই জার্মানির বার্লিনে পাসপোর্টসহ ওয়ালেট হারিয়ে ফেলা এক ভারতীয়কে সাহায্য করেছিলেন তিনি৷

সালটা 2016 ৷ দোহা বিমানবন্দরে আটকে পড়েছিল তার ভাই ৷ এক যুবকের কাতর আবেদনে সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী৷

Sushma swaraj
সুষমা স্বরাজকে করা টুইট

2018-র কথা ৷ কয়েকদিন পরই বিয়ে ৷ কিন্তু, পাসপোর্টের জন্য অ্যামেরিকা থেকে দেশে ফিরতে পারছিলেন না এক যুবক ৷ সাহায্য চাইতেই এগিয়ে আসেন তিনি ৷

2016 সালে যখন তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল তখনও SOS মেসেজের মাধ্যমে একজনকে সাহায্য করেছিলেন ।

15 বছর পাকিস্তানে আটকে থাকার পর দেশে ফিরেছিল মূক ও বধির গীতা ৷ তার পরিবারকে খুঁজতে সাহায্য করেছিলেন সুষমা স্বরাজ ৷ তার জন্য পাত্র খোঁজাও শুরু করেন তিনি ৷

এভাবেই তাঁর একের পর এক পদক্ষেপের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সুষমা স্বরাজ ৷ জনপ্রিয় করে তুলেছিলেন তাঁর মন্ত্রককেও ৷ অনায়াসে তাঁকে ভারতের "সুপার মম" আখ্যা দিয়েছিল বিদেশের এক সংবাদপত্র ৷ পাকিস্তানের এক ব্যক্তি ভাইঝির জন্য ভিসার আবেদন করতে গিয়ে সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "আল্লার পর আপনিই শেষ ভরসা৷"

তাঁর এই কাজের প্রশংসা না করে থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বলেছিলেন, বিদেশ মন্ত্রক তথা সরকারকে মানবিক মুখ দিয়েছিলেন সুষমাজি ৷ তাঁর কাজের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, একেই বলে সুপ্রশাসন ৷ আর তাঁর প্রয়াণের পর প্রধানমন্ত্রীর শোকবার্তায় উঠে এসেছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজেরই কথা ৷

New Delhi, Aug 07 (ANI): Union Minister of Environment Prakash Javadekar, BJP National Spokesperson Shahnawaz Hussain and BJP's Delhi President Manoj Tiwari were seen outside AIIMS Delhi. Meanwhile, Union Minister of Food Processing Harsimrat Kaur and other BJP leaders were also seen. Former external affairs minister Sushma Swaraj passed away at age of 67 due to cardiac arrest on Tuesday night.
Last Updated : Aug 7, 2019, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.