ETV Bharat / bharat

কেন্দ্রীয় মন্ত্রীর ভুল টুইটে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন সুষমা ! - governer

অন্ধ্রপ্রদেশের নয়া রাজ্যপাল সুষমা স্বরাজকে অভিনন্দন । আজ এই টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন । পরে সুষমা নিজে টুইট করে জানান, এই খবর সঠিক নয় ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 10, 2019, 9:41 PM IST

Updated : Jun 10, 2019, 11:12 PM IST

দিল্লি, 10 জুন : কেন্দ্রীয় মন্ত্রীর ভুল টুইট । তারপরই সংবাদমাধ্যমে রটে গেল, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, সুষমাকে অভিনন্দনও জানিয়ে দেন । ক্ষনিকের জন্য সেই টুইট ছিল । পরে টুইট ডিলিট করেন । সময় গড়ায় । অপেক্ষা বাড়ে । প্রশ্ন ওঠে, তাহলে কি সুষমা রাজ্যপাল নিযুক্ত হননি ?

কিছুক্ষণ সাড়াশব্দ নেই । পরে সুষমা টুইট করলেন । স্পষ্ট লিখলেন, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হওয়ার খবর সঠিক নয় । অর্থাৎ, হর্ষ বর্ধনের টুইটে ভুল ছিল ।

দিল্লি, 10 জুন : কেন্দ্রীয় মন্ত্রীর ভুল টুইট । তারপরই সংবাদমাধ্যমে রটে গেল, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, সুষমাকে অভিনন্দনও জানিয়ে দেন । ক্ষনিকের জন্য সেই টুইট ছিল । পরে টুইট ডিলিট করেন । সময় গড়ায় । অপেক্ষা বাড়ে । প্রশ্ন ওঠে, তাহলে কি সুষমা রাজ্যপাল নিযুক্ত হননি ?

কিছুক্ষণ সাড়াশব্দ নেই । পরে সুষমা টুইট করলেন । স্পষ্ট লিখলেন, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হওয়ার খবর সঠিক নয় । অর্থাৎ, হর্ষ বর্ধনের টুইটে ভুল ছিল ।

Sangrur (Punjab), Jun 10 (ANI): Rescue operation to save the two-year-old boy from 150-foot-borewell in Punjab's Sangrur continued on Monday also. The boy has been stuck into the borewell since 6 June. On 5 June, rescuers faced some technical issue while rescuing the boy. The child, Fatehvir, fell into the unused borewell in a field when he was playing near his house around on 6th June. The seven-inch-wide borewell was covered with a cloth and the boy accidentally stepped on it.
Last Updated : Jun 10, 2019, 11:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.