রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনেরেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলল শীর্ষ আদালত ।
Live Updates : কাল ফের শুনানি , নথি পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্টে শুরু মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে মামলার শুনানি
12:50 November 24
দিল্লি, 24 নভেম্বর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি শুরু হয়েছে আজ ৷
12:43 November 24
কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ।
12:32 November 24
কপিল সিবল বলেন , যখন সকাল 7 টায় কেউ সরকার গঠনের ঘোষণা করে , তখন রাজ্যপালের ভূমিকা পক্ষপাতদুষ্ট , বিশ্বাসঘাতক এবং একই সঙ্গে ন্যায়ালয়ের প্রতিষ্ঠিত আইনের পরিপন্থী ।
12:28 November 24
শিবসেনা-কংগ্রেস এবং NCP-র পক্ষে সওয়াল করছেন প্রবীণ অইনজীবী কপিল সিবল । নিজের সওয়ালে তিনি বলেন , "মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 টি আসন দরকার । ভোট পূর্ববর্তী জোটের কাছে প্রথমে সুযোগ আসে । ভোট পূর্ববর্তী জোট ভেঙে গেছে । এখন ভোট পরবর্তী জোটের দিকে সবাই তাকিয়ে আছে। "
12:14 November 24
শুরু হল শুনানি । বিচারপতি এন ভি রমন , বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি ।
08:29 November 24
আজ সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে মামলার শুনানি । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের নেওয়ার সুযোগ করে দেওয়ায় রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যৌথ ভাবে আপিল করেছে কংগ্রেস NCP এবং শিবসেনা ।
12:50 November 24
দিল্লি, 24 নভেম্বর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি শুরু হয়েছে আজ ৷
রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনেরেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলল শীর্ষ আদালত ।
12:43 November 24
কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ।
12:32 November 24
কপিল সিবল বলেন , যখন সকাল 7 টায় কেউ সরকার গঠনের ঘোষণা করে , তখন রাজ্যপালের ভূমিকা পক্ষপাতদুষ্ট , বিশ্বাসঘাতক এবং একই সঙ্গে ন্যায়ালয়ের প্রতিষ্ঠিত আইনের পরিপন্থী ।
12:28 November 24
শিবসেনা-কংগ্রেস এবং NCP-র পক্ষে সওয়াল করছেন প্রবীণ অইনজীবী কপিল সিবল । নিজের সওয়ালে তিনি বলেন , "মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 টি আসন দরকার । ভোট পূর্ববর্তী জোটের কাছে প্রথমে সুযোগ আসে । ভোট পূর্ববর্তী জোট ভেঙে গেছে । এখন ভোট পরবর্তী জোটের দিকে সবাই তাকিয়ে আছে। "
12:14 November 24
শুরু হল শুনানি । বিচারপতি এন ভি রমন , বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি ।
08:29 November 24
আজ সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে মামলার শুনানি । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের নেওয়ার সুযোগ করে দেওয়ায় রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যৌথ ভাবে আপিল করেছে কংগ্রেস NCP এবং শিবসেনা ।