দিল্লি , 24 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় কাল ফের শুনানি । কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সরকার গঠনের আহ্বান জানিয়ে রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি কাল শীর্ষ আদালতে পেশের জন্য বলা হল সলিসিটর জেনেরাল তুষার মেহতাকে ৷ সকাল সাড়ে দশটার মধ্যে ওই দুটি চিঠি পেশ করতে হবে ।
শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শনিবার সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । বিচারপতি এনভি রমন , বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেই মামলারই শুনানি হয় আজ ৷
আরও পড়ুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
শিবসেনা-কংগ্রেস এবং NCP-র পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবল । কোর্টে তিনি বলেন , "মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য 145টি আসন দরকার । ভোট পূর্ববর্তী জোটের কাছে প্রথমে সুযোগ আসে । কিন্তু, ভোট পূর্ববর্তী জোট ভেঙে যায় । এখন ভোট পরবর্তী জোটের দিকে সবাই তাকিয়ে আছে । সকাল 5 টা 17-তে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হল । সকাল 8 টার সময় দু'জন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন । আমরা জানতে চাই কী নথি দেওয়া হয়েছিল ? "
আরও পড়ুন খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে : দেবেন্দ্র ফড়নবিশ
কপিল সিবল বলেন আরও বলেন , "যখন সকাল 7 টায় কেউ সরকার গঠনের ঘোষণা করেন, তখন রাজ্যপালের ভূমিকা পক্ষপাতদুষ্ট , বিশ্বাসঘাতক এবং একই সঙ্গে ন্যায়ালয়ের প্রতিষ্ঠিত আইনের পরিপন্থী ।"
আরও পড়ুন পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিল : রবিশংকর প্রসাদ
একই সঙ্গে কংগ্রেস-NCP-শিবসেনার আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন , "শীর্ষ আদালত বার বার ফ্লোর টেস্টের নির্দেশ দিয়েছে। 1998 সালে উত্তরপ্রদেশ হোক কিংবা 2018 সালে কর্নাটক । যার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে তাকে জেতার সুযোগ করে দেওয়া হোক । আজ কিংবা কাল ফ্লোর টেস্টের নির্দেশ দেওয়া হোক। "
আরও পড়ুন অজিতের ভোল বদলে কালো ছায়া পাওয়ার পরিবারে
এদিকে কোর্টে BJP-র হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি । তিনি বলেন , রাজ্যপালের সিদ্ধান্ত বেআইনি নয় । আজকে ফ্লোর টেস্টের জন্য দিন নির্ধারণ করে কোনও নির্দেশের প্রয়োজনীয়তা নেই । এই তিন দলের সরকার গঠনের কোনও মৌলিক অধিকার নেই । পরিশিষ্ট ছাড়াই এই আবেদন করা হয়েছে । তিন সপ্তাহ ধরে এরা ঘুমোচ্ছিলেন । এদের কাছে কোনও নথি নেই । "
এর উত্তরে অভিষেক মনু সিংভি বলেন , "কাল যারা সংখ্যাগরিষ্ঠতার দাবি করে শপথ নিয়েছিল, তারা আজকে ফ্লোর টেস্ট থেকে পালিয়ে যাচ্ছে কেন?"
আরও পড়ুন অমিত শাহর হিটম্যান হিসেবে কাজ করলেন রাজ্যপাল : কংগ্রেস
দুপক্ষ্যের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে সরকার গঠনের জন্য প্রাসঙ্গিক নথি চেয়ে নোটিশ পাঠিয়েছে । আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের শুনানি শুরু হবে । আগামীকাল মামলা নিয়ে নির্দিষ্ট নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত ।