ETV Bharat / bharat

কাল ফের শুনানি , 2টি চিঠি পেশের নির্দেশ শীর্ষ আদালতের - SC issues notice to Centre, Maharashtra Govt

রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলল শীর্ষ আদালত ।

দেখুন
author img

By

Published : Nov 24, 2019, 3:02 PM IST

Updated : Nov 24, 2019, 3:18 PM IST

দিল্লি , 24 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় কাল ফের শুনানি । কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সরকার গঠনের আহ্বান জানিয়ে রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি কাল শীর্ষ আদালতে পেশের জন্য বলা হল সলিসিটর জেনেরাল তুষার মেহতাকে ৷ সকাল সাড়ে দশটার মধ্যে ওই দুটি চিঠি পেশ করতে হবে ।

শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শনিবার সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । বিচারপতি এনভি রমন , বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেই মামলারই শুনানি হয় আজ ৷

আরও পড়ুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

শিবসেনা-কংগ্রেস এবং NCP-র পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবল । কোর্টে তিনি বলেন , "মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য 145টি আসন দরকার । ভোট পূর্ববর্তী জোটের কাছে প্রথমে সুযোগ আসে । কিন্তু, ভোট পূর্ববর্তী জোট ভেঙে যায় । এখন ভোট পরবর্তী জোটের দিকে সবাই তাকিয়ে আছে । সকাল 5 টা 17-তে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হল । সকাল 8 টার সময় দু'জন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন । আমরা জানতে চাই কী নথি দেওয়া হয়েছিল ? "

আরও পড়ুন খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে : দেবেন্দ্র ফড়নবিশ

কপিল সিবল বলেন আরও বলেন , "যখন সকাল 7 টায় কেউ সরকার গঠনের ঘোষণা করেন, তখন রাজ্যপালের ভূমিকা পক্ষপাতদুষ্ট , বিশ্বাসঘাতক এবং একই সঙ্গে ন্যায়ালয়ের প্রতিষ্ঠিত আইনের পরিপন্থী ।"

আরও পড়ুন পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিল : রবিশংকর প্রসাদ

একই সঙ্গে কংগ্রেস-NCP-শিবসেনার আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন , "শীর্ষ আদালত বার বার ফ্লোর টেস্টের নির্দেশ দিয়েছে। 1998 সালে উত্তরপ্রদেশ হোক কিংবা 2018 সালে কর্নাটক । যার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে তাকে জেতার সুযোগ করে দেওয়া হোক । আজ কিংবা কাল ফ্লোর টেস্টের নির্দেশ দেওয়া হোক। "

আরও পড়ুন অজিতের ভোল বদলে কালো ছায়া পাওয়ার পরিবারে

এদিকে কোর্টে BJP-র হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি । তিনি বলেন , রাজ্যপালের সিদ্ধান্ত বেআইনি নয় । আজকে ফ্লোর টেস্টের জন্য দিন নির্ধারণ করে কোনও নির্দেশের প্রয়োজনীয়তা নেই । এই তিন দলের সরকার গঠনের কোনও মৌলিক অধিকার নেই । পরিশিষ্ট ছাড়াই এই আবেদন করা হয়েছে । তিন সপ্তাহ ধরে এরা ঘুমোচ্ছিলেন । এদের কাছে কোনও নথি নেই । "

এর উত্তরে অভিষেক মনু সিংভি বলেন , "কাল যারা সংখ্যাগরিষ্ঠতার দাবি করে শপথ নিয়েছিল, তারা আজকে ফ্লোর টেস্ট থেকে পালিয়ে যাচ্ছে কেন?"

আরও পড়ুন অমিত শাহর হিটম্যান হিসেবে কাজ করলেন রাজ্যপাল : কংগ্রেস

দুপক্ষ্যের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে সরকার গঠনের জন্য প্রাসঙ্গিক নথি চেয়ে নোটিশ পাঠিয়েছে । আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের শুনানি শুরু হবে । আগামীকাল মামলা নিয়ে নির্দিষ্ট নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত ।

দিল্লি , 24 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় কাল ফের শুনানি । কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সরকার গঠনের আহ্বান জানিয়ে রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি কাল শীর্ষ আদালতে পেশের জন্য বলা হল সলিসিটর জেনেরাল তুষার মেহতাকে ৷ সকাল সাড়ে দশটার মধ্যে ওই দুটি চিঠি পেশ করতে হবে ।

শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শনিবার সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । বিচারপতি এনভি রমন , বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেই মামলারই শুনানি হয় আজ ৷

আরও পড়ুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

শিবসেনা-কংগ্রেস এবং NCP-র পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবল । কোর্টে তিনি বলেন , "মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য 145টি আসন দরকার । ভোট পূর্ববর্তী জোটের কাছে প্রথমে সুযোগ আসে । কিন্তু, ভোট পূর্ববর্তী জোট ভেঙে যায় । এখন ভোট পরবর্তী জোটের দিকে সবাই তাকিয়ে আছে । সকাল 5 টা 17-তে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হল । সকাল 8 টার সময় দু'জন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন । আমরা জানতে চাই কী নথি দেওয়া হয়েছিল ? "

আরও পড়ুন খিচুড়ি নয়, স্থায়ী সরকার দরকার মহারাষ্ট্রে : দেবেন্দ্র ফড়নবিশ

কপিল সিবল বলেন আরও বলেন , "যখন সকাল 7 টায় কেউ সরকার গঠনের ঘোষণা করেন, তখন রাজ্যপালের ভূমিকা পক্ষপাতদুষ্ট , বিশ্বাসঘাতক এবং একই সঙ্গে ন্যায়ালয়ের প্রতিষ্ঠিত আইনের পরিপন্থী ।"

আরও পড়ুন পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিল : রবিশংকর প্রসাদ

একই সঙ্গে কংগ্রেস-NCP-শিবসেনার আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন , "শীর্ষ আদালত বার বার ফ্লোর টেস্টের নির্দেশ দিয়েছে। 1998 সালে উত্তরপ্রদেশ হোক কিংবা 2018 সালে কর্নাটক । যার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে তাকে জেতার সুযোগ করে দেওয়া হোক । আজ কিংবা কাল ফ্লোর টেস্টের নির্দেশ দেওয়া হোক। "

আরও পড়ুন অজিতের ভোল বদলে কালো ছায়া পাওয়ার পরিবারে

এদিকে কোর্টে BJP-র হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি । তিনি বলেন , রাজ্যপালের সিদ্ধান্ত বেআইনি নয় । আজকে ফ্লোর টেস্টের জন্য দিন নির্ধারণ করে কোনও নির্দেশের প্রয়োজনীয়তা নেই । এই তিন দলের সরকার গঠনের কোনও মৌলিক অধিকার নেই । পরিশিষ্ট ছাড়াই এই আবেদন করা হয়েছে । তিন সপ্তাহ ধরে এরা ঘুমোচ্ছিলেন । এদের কাছে কোনও নথি নেই । "

এর উত্তরে অভিষেক মনু সিংভি বলেন , "কাল যারা সংখ্যাগরিষ্ঠতার দাবি করে শপথ নিয়েছিল, তারা আজকে ফ্লোর টেস্ট থেকে পালিয়ে যাচ্ছে কেন?"

আরও পড়ুন অমিত শাহর হিটম্যান হিসেবে কাজ করলেন রাজ্যপাল : কংগ্রেস

দুপক্ষ্যের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে সরকার গঠনের জন্য প্রাসঙ্গিক নথি চেয়ে নোটিশ পাঠিয়েছে । আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের শুনানি শুরু হবে । আগামীকাল মামলা নিয়ে নির্দিষ্ট নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত ।

Tirumala (Andhra Pradesh), Nov 24 (ANI): Chief Justice of India (CJI) Sharad Arvind Bobde offered prayers at Lord Balaji Temple in Tirumala on November 23. On November 18, Bobde took oath as the 47th Chief Justice of India. Bobde will retire on April 23, 2021.
Last Updated : Nov 24, 2019, 3:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.