ETV Bharat / bharat

রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করবে CBI ? আজ রায় দেবে সুপ্রিম কোর্ট - Ranjan Gogai

সারদা চিটফান্ডকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার মামলা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট । সকাল 10টায় রায় ঘোষণা করবে শীর্ষ আদালত ।

রাজীব কুমার
author img

By

Published : May 17, 2019, 8:15 AM IST

Updated : May 17, 2019, 12:12 PM IST

দিল্লি, ১৭ মে : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করে CBI জেরা করতে পারবে কি না সেই বিষয়ে আজই রায় দেবে সুপ্রিম কোর্ট । আজ সকাল 10টার সময় সারদা-কাণ্ডে রাজীব কুমারের জড়িত থাকার মামলা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট ।

পাশাপাশি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বে গঠিত বেঞ্চ জানাবে, আদৌও কলকাতার প্রাক্তন নগরপাল ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে CBI-কে কোনও অসহযোগিতা করেছেন কি না । এবং তা আদালত অবমাননার সামিল কি না তাও জানাবে শীর্ষ আদালত । তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হলেও আজ নির্দেশ পড়ে শোনাবেন অবকাশকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না ।

রায় ঘোষণা হবে বলে গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ দিল্লি এসে পৌঁছান রাজীব কুমার । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, সারদা চিটফান্ডকাণ্ডে গঠিত 'SIT'-র দায়িত্বে ছিলেন রাজীব, তাই তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করতে চায় CBI । যদিও বেঞ্চের কাছে প্রাক্তন নগরপাল জানিয়েছিলেন, CBI তাঁকে হয়রান করার উদ্দেশ্যেই হেপাজতে নিয়ে জেরা করতে চাইছে ।


ইতিমধ্যে, গত বুধবার নির্বাচন কমিশন রাজীব কুমারকে CID (ADG) পদ থেকে অপসারণ করেছে । গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেয় কমিশন । সেই অনুযায়ী, গতকাল সকালে দিল্লি পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট জমা করেছেন রাজীব ।

দিল্লি, ১৭ মে : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করে CBI জেরা করতে পারবে কি না সেই বিষয়ে আজই রায় দেবে সুপ্রিম কোর্ট । আজ সকাল 10টার সময় সারদা-কাণ্ডে রাজীব কুমারের জড়িত থাকার মামলা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট ।

পাশাপাশি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বে গঠিত বেঞ্চ জানাবে, আদৌও কলকাতার প্রাক্তন নগরপাল ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে CBI-কে কোনও অসহযোগিতা করেছেন কি না । এবং তা আদালত অবমাননার সামিল কি না তাও জানাবে শীর্ষ আদালত । তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হলেও আজ নির্দেশ পড়ে শোনাবেন অবকাশকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না ।

রায় ঘোষণা হবে বলে গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ দিল্লি এসে পৌঁছান রাজীব কুমার । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, সারদা চিটফান্ডকাণ্ডে গঠিত 'SIT'-র দায়িত্বে ছিলেন রাজীব, তাই তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করতে চায় CBI । যদিও বেঞ্চের কাছে প্রাক্তন নগরপাল জানিয়েছিলেন, CBI তাঁকে হয়রান করার উদ্দেশ্যেই হেপাজতে নিয়ে জেরা করতে চাইছে ।


ইতিমধ্যে, গত বুধবার নির্বাচন কমিশন রাজীব কুমারকে CID (ADG) পদ থেকে অপসারণ করেছে । গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেয় কমিশন । সেই অনুযায়ী, গতকাল সকালে দিল্লি পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট জমা করেছেন রাজীব ।

New Delhi, May 17 (ANI): Researchers have created a new smartphone app, which can detect fluid behind the eardrum by using a piece of paper, the phone's microphone and a speaker. According to the study published in the Journal of Translational Medicine, infection in ear occurs when fluid builds up in the middle ear behind the eardrum. This build-up is also common in another condition called otitis media with effusion. Now, with the invention of new Smartphone app parents can detect fluid behind the eardrum. The Smartphone makes a series of soft audible chirps into the ear through a small paper funnel and, depending on the way the chirps are reflected back to the phone, the app determines the likelihood of fluid present with a probability of detection of 85 per cent. A quick screening at home could help parents decide whether or not they need to take their child to the doctor. This app works by sending sounds into the ear and measuring how those sound waves change as they bounce off the eardrum.
Last Updated : May 17, 2019, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.