দিল্লি, 12 ডিসেম্বর : চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়েছে । সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ । এছাড়া জল্লাদ চেয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা । তবে এরই মধ্যে চার দোষীর অন্যতম অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে । তিন বিচারপতির বেঞ্চে 17 ডিসেম্বর সেই আবেদন শোনা হবে । সেক্ষেত্রে চলতি মাসেই চার দোষীর ফাঁসি হবে কি না, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।
তিহার সংশোধনাগারে আগে থেকে ছিল নির্ভয়া মামলায় তিন দোষী অক্ষয় সিং, মুকেশ সিং ও বিনয় শর্মা । পবন গুপ্তা ছিল মন্ডোলি সংশোধনাগারে । সেখান থেকে গত রবিবার তাকে আনা হয় তিহারে । ওয়াকিবহাল মহলের ধারণা, ফাঁসির জন্যই পবনকে তিহারে আনা হয়েছে । ইতিমধ্যে তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে তা কতটা ভার বহনে সক্ষম । তবে তিহার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তাদের কাছে প্রাণদণ্ডের পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র আসেনি ।
দোষীদের মধ্যে অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন করে গত সপ্তাহে রিভিউ পিটিশন জমা দেয় শীর্ষ আদালতে । 14 পাতার এই পিটিশনের একটি অংশে অক্ষয়ের আইনজীবীরা লিখেছেন, এমনিতেই দিল্লির দূষণ মাত্রাতিরিক্ত, তাতে বেঁচে থাকায় সময়সীমা অনেকটাই কমে যাচ্ছে । তাই মৃত্যদণ্ড দেওয়ার কী দরকার ? সেই পিটিশনের উপর তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে 17 ডিসেম্বর শুনানি হবে । শুনানির তারিখ নিয়ে আজ সুপ্রিম কোর্টের এই ঘোষণার পরেই নির্ভয়ার মা জানান, এই রিভিউ পিটিশন অনেকদিন আগেই খারিজ হয়ে যাওয়া উচিত ছিল । কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তাই কিছু বলার নেই ।