ETV Bharat / bharat

নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদনের শুনানি 17 ডিসেম্বর

চার দোষীর অন্যতম অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে । তিন বিচারপতির বেঞ্চে 17 ডিসেম্বর সেই আবেদন শোনা হবে । সেক্ষেত্রে চলতি মাসেই চার দোষীর ফাঁসি হবে কি না, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।

supreme Court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Dec 12, 2019, 6:34 PM IST

দিল্লি, 12 ডিসেম্বর : চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়েছে । সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ । এছাড়া জল্লাদ চেয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা । তবে এরই মধ্যে চার দোষীর অন্যতম অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে । তিন বিচারপতির বেঞ্চে 17 ডিসেম্বর সেই আবেদন শোনা হবে । সেক্ষেত্রে চলতি মাসেই চার দোষীর ফাঁসি হবে কি না, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।

তিহার সংশোধনাগারে আগে থেকে ছিল নির্ভয়া মামলায় তিন দোষী অক্ষয় সিং, মুকেশ সিং ও বিনয় শর্মা । পবন গুপ্তা ছিল মন্ডোলি সংশোধনাগারে । সেখান থেকে গত রবিবার তাকে আনা হয় তিহারে । ওয়াকিবহাল মহলের ধারণা, ফাঁসির জন্যই পবনকে তিহারে আনা হয়েছে । ইতিমধ্যে তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে তা কতটা ভার বহনে সক্ষম । তবে তিহার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তাদের কাছে প্রাণদণ্ডের পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র আসেনি ।

দোষীদের মধ্যে অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন করে গত সপ্তাহে রিভিউ পিটিশন জমা দেয় শীর্ষ আদালতে । 14 পাতার এই পিটিশনের একটি অংশে অক্ষয়ের আইনজীবীরা লিখেছেন, এমনিতেই দিল্লির দূষণ মাত্রাতিরিক্ত, তাতে বেঁচে থাকায় সময়সীমা অনেকটাই কমে যাচ্ছে । তাই মৃত্যদণ্ড দেওয়ার কী দরকার ? সেই পিটিশনের উপর তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে 17 ডিসেম্বর শুনানি হবে । শুনানির তারিখ নিয়ে আজ সুপ্রিম কোর্টের এই ঘোষণার পরেই নির্ভয়ার মা জানান, এই রিভিউ পিটিশন অনেকদিন আগেই খারিজ হয়ে যাওয়া উচিত ছিল । কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তাই কিছু বলার নেই ।

দিল্লি, 12 ডিসেম্বর : চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়েছে । সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ । এছাড়া জল্লাদ চেয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা । তবে এরই মধ্যে চার দোষীর অন্যতম অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে । তিন বিচারপতির বেঞ্চে 17 ডিসেম্বর সেই আবেদন শোনা হবে । সেক্ষেত্রে চলতি মাসেই চার দোষীর ফাঁসি হবে কি না, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।

তিহার সংশোধনাগারে আগে থেকে ছিল নির্ভয়া মামলায় তিন দোষী অক্ষয় সিং, মুকেশ সিং ও বিনয় শর্মা । পবন গুপ্তা ছিল মন্ডোলি সংশোধনাগারে । সেখান থেকে গত রবিবার তাকে আনা হয় তিহারে । ওয়াকিবহাল মহলের ধারণা, ফাঁসির জন্যই পবনকে তিহারে আনা হয়েছে । ইতিমধ্যে তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে তা কতটা ভার বহনে সক্ষম । তবে তিহার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তাদের কাছে প্রাণদণ্ডের পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র আসেনি ।

দোষীদের মধ্যে অক্ষয়কুমার সিং প্রাণ ভিক্ষার আবেদন করে গত সপ্তাহে রিভিউ পিটিশন জমা দেয় শীর্ষ আদালতে । 14 পাতার এই পিটিশনের একটি অংশে অক্ষয়ের আইনজীবীরা লিখেছেন, এমনিতেই দিল্লির দূষণ মাত্রাতিরিক্ত, তাতে বেঁচে থাকায় সময়সীমা অনেকটাই কমে যাচ্ছে । তাই মৃত্যদণ্ড দেওয়ার কী দরকার ? সেই পিটিশনের উপর তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে 17 ডিসেম্বর শুনানি হবে । শুনানির তারিখ নিয়ে আজ সুপ্রিম কোর্টের এই ঘোষণার পরেই নির্ভয়ার মা জানান, এই রিভিউ পিটিশন অনেকদিন আগেই খারিজ হয়ে যাওয়া উচিত ছিল । কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তাই কিছু বলার নেই ।

Bhopal (MP), Dec 12 (ANI): Guest teachers on December 12 held a protest in Madhya Pradesh's Bhopal against state government over not giving them confirmation of their jobs. The teachers showed their aggression by tousling their heads. They demanded job confirmation which state government had promised to them.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.