ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি কমল নাথের

এক নির্বাচনী প্রচারে BJP প্রার্থীকে 'আইটেম' বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়ে পড়েন কমলনাথ । তাঁর তারকা প্রচারক তকমা কেড়ে নেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি । আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল ।

author img

By

Published : Nov 2, 2020, 6:49 PM IST

kamalnath
কমলনাথ

দিল্লি,2 নভেম্বর : মধ্যপ্রদেশে ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন কমল নাথ ।আজকের রাত পার হলেই মধ্যপ্রদেশে উপনির্বাচন। কংগ্রেসকে লড়াইয়ে রাখতে কমল নাথ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কমলনাথের একটি মন্তব্যে বিতর্ক সৃষ্টি হলে তাঁর তারকা প্রচারক তকমা কেড়ে নেয় নির্বাচন কমিশন। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর সেই তকমা বজায় থাকল ।


কয়েকদিন আগে এক নির্বাচনী প্রচারে BJP প্রার্থীকে 'আইটেম' বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়ে পড়েন এই প্রবীণ নেতা। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করা হয় BJP-র পক্ষে। এরপরই কমল নাথের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশে এমনিতেই কংগ্রেস অস্বস্তিতে । তার উপর কমলনাথের মন্তব্য ঘিরে কংগ্রেসের অস্বস্তি আরও বেড়ে যায় । কিন্তু আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল। এর ফলে কিছুটা স্বস্তি ফিরে পেলেন কমল নাথ । জ্যোতিরাদিত্যকে জোর লড়াই দিতে কোমর বেঁধেছেন এই বর্ষীয়ান নেতা । আর তাই নির্বাচনের প্রাক্কালে নিজের স্টার ক্যাম্পেনার তকমা ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় তাঁকে।


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিষয়ে বলেন," নির্বাচন কমিশনের এরকম আদেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই।" কোনও দলের স্টার ক্যাম্পেনার তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার কোনও ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন শুধু নিজেদের মডেল কোড অব কনডাক্টের মধ্যে কাজ করবে বলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ।

বেশ কিছুদিন ধরে কমল নাথের বিষয়ে BJP -কংগ্রেস দুই পক্ষে রাজনৈতিক তরজা শুরু হয়। মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবীকে 'আইটেম ' আখ্যা দেন কমল নাথ । এরপরেই বিতর্ক বেধে যায় । কমল নাথকে মধ্যপ্রদেশের স্টার ক্যাম্পেনার হিসাবে কংগ্রেস তুলে ধরেছে। কিন্তু নির্বাচন কমিশন কমল নাথের সেই তকমা কেড়ে নেয় । এরই প্রতিবাদে শীর্ষ আদালতে মামলা করেন কমল নাথ । আজ শীর্ষ আদালতে নির্দেশে কমল নাথের স্টার ক্যাম্পেনার তকমা বজায় রইল।

দিল্লি,2 নভেম্বর : মধ্যপ্রদেশে ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন কমল নাথ ।আজকের রাত পার হলেই মধ্যপ্রদেশে উপনির্বাচন। কংগ্রেসকে লড়াইয়ে রাখতে কমল নাথ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কমলনাথের একটি মন্তব্যে বিতর্ক সৃষ্টি হলে তাঁর তারকা প্রচারক তকমা কেড়ে নেয় নির্বাচন কমিশন। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর সেই তকমা বজায় থাকল ।


কয়েকদিন আগে এক নির্বাচনী প্রচারে BJP প্রার্থীকে 'আইটেম' বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়ে পড়েন এই প্রবীণ নেতা। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করা হয় BJP-র পক্ষে। এরপরই কমল নাথের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশে এমনিতেই কংগ্রেস অস্বস্তিতে । তার উপর কমলনাথের মন্তব্য ঘিরে কংগ্রেসের অস্বস্তি আরও বেড়ে যায় । কিন্তু আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল। এর ফলে কিছুটা স্বস্তি ফিরে পেলেন কমল নাথ । জ্যোতিরাদিত্যকে জোর লড়াই দিতে কোমর বেঁধেছেন এই বর্ষীয়ান নেতা । আর তাই নির্বাচনের প্রাক্কালে নিজের স্টার ক্যাম্পেনার তকমা ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় তাঁকে।


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিষয়ে বলেন," নির্বাচন কমিশনের এরকম আদেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই।" কোনও দলের স্টার ক্যাম্পেনার তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার কোনও ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন শুধু নিজেদের মডেল কোড অব কনডাক্টের মধ্যে কাজ করবে বলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ।

বেশ কিছুদিন ধরে কমল নাথের বিষয়ে BJP -কংগ্রেস দুই পক্ষে রাজনৈতিক তরজা শুরু হয়। মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবীকে 'আইটেম ' আখ্যা দেন কমল নাথ । এরপরেই বিতর্ক বেধে যায় । কমল নাথকে মধ্যপ্রদেশের স্টার ক্যাম্পেনার হিসাবে কংগ্রেস তুলে ধরেছে। কিন্তু নির্বাচন কমিশন কমল নাথের সেই তকমা কেড়ে নেয় । এরই প্রতিবাদে শীর্ষ আদালতে মামলা করেন কমল নাথ । আজ শীর্ষ আদালতে নির্দেশে কমল নাথের স্টার ক্যাম্পেনার তকমা বজায় রইল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.