দিল্লি, 5 সেপ্টেম্বর : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ED-র গ্রেপ্তারি থেকে শীর্ষ আদালত যেই রক্ষাকবচ দিয়েছিল তা উঠে গেল । INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়েছে, মামলার তথ্য এবং পরস্থিতির গুরুত্ব বিচার করে আগাম জামিনের আবেদন নাকচ করা হল ।
চিদম্বরমের আগাম জামিন খারিজ হওয়ায় জোর ধাক্কা খেলেন প্রাক্তন অর্থমন্ত্রী । তিনি গত 15 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন । আজ আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি আর ভানুমতি এবং এ এস বোপান্নার বেঞ্চ বলে, "অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের বিষয়টি ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত । ঘটনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে এই মামলাটির ক্ষেত্রে আবেদনকারীকে আগাম জামিন দেওয়া উচিত নয় ।"
INX মিডিয়া সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ ওঠে । যার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত করছে CBI । শীর্ষ আদালত বলে যে, তদন্তকারী সংস্থাকে তদন্ত পরিচালনার জন্য পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে । তদন্ত শুরুর এই পর্যায়ে যদি আগাম জামিন দেওয়া হয় তবে তদন্ত প্রভাবিত হতে পারে বা বাধা পেতে পারে ।
পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করে আসছেন ।
চিদম্বরমের বিরুদ্ধে রয়েছে এয়ারসেল-ম্যাক্সিস মামলাও । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় ।