দিল্লি, 5 নভেম্বর : দূষণ নিয়ন্ত্রণে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি সরকারের সঙ্গে গতকাল যৌথ বৈঠকে বসে প্রধানমন্ত্রীর দপ্তর ৷ দূষণ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷ আলোচনা হয় ফসলের বাড়তি অংশকে পোড়ানো ঘিরেও ৷ ফসলের বাড়তি অংশকে পোড়ানো এবং তার উপর জল ছিটিয়ে দেওয়ার ফলে রাজধানী সহ পঞ্জাব, হরিয়ানার আকাশে দূষণ বাড়ছে বলেও বলা হয় ৷
দিল্লিতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে এদিন বেশ কিছু স্বল্পমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ পরপর দু'দিনের এই বৈঠকে এমনটাই জানান প্রধানমন্ত্রীর দপ্তর মুখ্যসচিব পি কে মিশ্র ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে গ্রহণ করা হবে ৷
ফসলের বাড়তি অংশকে পোড়ানো বন্ধ করতে গত 24 ঘন্টায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই রিপোর্টও চাওয়া হয়েছে পঞ্জাব ও হরিয়ানা সরকারের কাছে ৷ পঞ্জাবের মুখ্যসচিব করণ অবতার সিং এদিন বৈঠকে অংশগ্রহণকারী সকলকে আশ্বস্ত করেন ৷ বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়গুলির উপর নজর রাখছেন ৷ তাঁকে সহযোগিতা করছেন বিভিন্ন জেলার ডেপুটি কমিশনাররা ৷ পাশাপাশি তিনি এও বলেন, যারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ভাঙছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ হরিয়ানার মুখ্যসচিব কেসনি আনন্দ অরোরাও জানান যে, সরকারের তরফে দূষণ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ 24 ঘন্টা ধরে চলছে নজরদারি ৷ দিল্লির মুখ্যসচিব বিজয় দেবও জানান, রাজধানীতে আবর্জনা পোড়ানোর দিকেও বিশেষ নজর রাখছে কেজরিওয়াল সরকার ৷ মোটা অঙ্কের জরিমানাও করা হচ্ছে আইন ভঙ্গকারীদের ৷
জাতীয় পরিবেশ আদালত (NGT)-এর তরফে এদিন জানানো হয়, সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে ৷ নির্মাণকর্মীরা বেকার হয়ে বসে আছেন ৷ বিরাট অঙ্কের বরাদ্দ অর্থ অব্যবহৃত থেকে যাচ্ছে ৷ দিল্লির মুখ্যসচিব আজ জাতীয় পরিবেশ আদালত (NGT)-কে জানান, দূষণ মোকাবিলায় যেসমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় ৷ আমাদের আরও পদক্ষেপ নিতে হবে ৷ কোথাও আবর্জনা পোড়ানো হলে আপনারা আমাদেরও জানাতে পারেন ৷ আমরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব ৷
-
Delhi Chief Secretary to NGT on air pollution: We feel that the actions taken by us are deficient,we need to take more steps. We are coming down heavily on burning of waste. Anybody who sees burning of waste can report to us& we will take action against the responsible officials. https://t.co/mhnKHBRP3m
— ANI (@ANI) November 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi Chief Secretary to NGT on air pollution: We feel that the actions taken by us are deficient,we need to take more steps. We are coming down heavily on burning of waste. Anybody who sees burning of waste can report to us& we will take action against the responsible officials. https://t.co/mhnKHBRP3m
— ANI (@ANI) November 5, 2019Delhi Chief Secretary to NGT on air pollution: We feel that the actions taken by us are deficient,we need to take more steps. We are coming down heavily on burning of waste. Anybody who sees burning of waste can report to us& we will take action against the responsible officials. https://t.co/mhnKHBRP3m
— ANI (@ANI) November 5, 2019
তাজমহলের প্রবেশদ্বারে দু'টি এয়ার পিউরিফায়ার বসানো হয়েছে ৷ প্রতিটি এয়ার পিউরিফায়ার 8 ঘন্টায় 15 লক্ষ কিউবিক মিটার বাতাস শোধন করতে পারে ৷
দীপাবলীর দিন থেকেই গাঢ় ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানীর আকাশ ৷ আজও সূচক ছিল বিপজ্জনক ৷ সকাল প্রায় সাড়ে চারটে নাগাদ দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 438 ৷ সর্বাধিক ছিল আলিপুর (493), নারেলা (486) এবং বাওয়ানা (472) ৷ গাজিয়াবাদে ছিল 392 ৷ নয়ডায় 394 ৷ হরিয়ানার গুরুগ্রামে 396 ৷ এদিকে কেজরিওয়ালের জোড় বিজোড় আইনকে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷ জোড় বিজোড় আইনের পরিবর্তে দীর্ঘমেয়াদি কোনও সমাধানের জন্য বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷