ETV Bharat / bharat

Live Updates : কাল মহারাষ্ট্রে আস্থা ভোট, নির্দেশ সুপ্রিম কোর্টের - Supreme Cour on Maharashtra Government Formation

court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Nov 26, 2019, 10:23 AM IST

Updated : Nov 26, 2019, 11:57 AM IST

11:07 November 26

দিল্লি , 26 নভেম্বর : আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । গতকাল দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তারপর আজ রায় দিল সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্টের রায়ের পর NCP নেতা নবাব মালিক বলেন , "শীর্ষ আদালতের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের মাইলস্টোন । কাল বিকেল 5 টার মধ্যে BJP-র সব খেলা শেষ হয়ে যাবে । কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে NCP-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার গঠিত হবে । "

10:55 November 26

আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য আগামীকাল বিকেল 5টার মধ্যে প্রোটেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রোটেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট ।

10:44 November 26

আগামীকাল বিকেল 5টার মধ্যে আস্থা ভোটের নির্দেশ । খোলা ব্যালটে হবে আস্থা ভোট ।

10:40 November 26

শীর্ষ আদালতে মহারাষ্ট্রের সরকার গঠন মামলা। আগামীকাল আস্থা ভোটের নির্দেশ দিল তিন বিচারপতির বেঞ্চের ।

10:34 November 26

আর কিছুক্ষণের মধ্যেই মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার রায় দেবে শীর্ষ আদালত ।

09:49 November 26

 আজ এই মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় রায় দেবে শীর্ষ আদালত  ।

11:07 November 26

দিল্লি , 26 নভেম্বর : আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । গতকাল দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তারপর আজ রায় দিল সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্টের রায়ের পর NCP নেতা নবাব মালিক বলেন , "শীর্ষ আদালতের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের মাইলস্টোন । কাল বিকেল 5 টার মধ্যে BJP-র সব খেলা শেষ হয়ে যাবে । কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে NCP-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার গঠিত হবে । "

10:55 November 26

আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য আগামীকাল বিকেল 5টার মধ্যে প্রোটেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রোটেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট ।

10:44 November 26

আগামীকাল বিকেল 5টার মধ্যে আস্থা ভোটের নির্দেশ । খোলা ব্যালটে হবে আস্থা ভোট ।

10:40 November 26

শীর্ষ আদালতে মহারাষ্ট্রের সরকার গঠন মামলা। আগামীকাল আস্থা ভোটের নির্দেশ দিল তিন বিচারপতির বেঞ্চের ।

10:34 November 26

আর কিছুক্ষণের মধ্যেই মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার রায় দেবে শীর্ষ আদালত ।

09:49 November 26

 আজ এই মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় রায় দেবে শীর্ষ আদালত  ।

New Delhi, Nov 26 (ANI): Communist Party of India (Marxist) general secretary Sitaram Yechury reacted to Jawaharlal Nehru University (JNU) students protest row. He said the central government is converting education more into privilege than a right. "The struggle going on in JNU is part of larger struggle in order to protect public funding education in India. These attacks on higher education are coming in the background where this government is carrying out a program of converting education more into privilege than a 'right'."
Last Updated : Nov 26, 2019, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.