দিল্লি, 13 অগাস্ট : বাড়তে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা । আগের সপ্তাহে এই সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয় । সেই বিলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করলেন । যার ফলে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ছাড়া বিচারপতিদের সংখ্যা 30 থেকে বেড়ে 33 হল ।
সুপ্রিম কোর্টে আটকে থাকা মামলার সংখ্যা 60 হাজার । এরপরই বিচারপতির সংখ্যা দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় । প্রসঙ্গত এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । এরপর সরকার এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে ।
দেশ জুড়ে বিচারপতি ও বিচারকের অভাবের বিষয়ে এর আগেও মুখ খুলেছিলেন প্রধান বিচারপতি গগৈ । 4 অগাস্ট গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "দেশে প্রায় 90 লাখ দেওয়ানি মামলার মধ্যে 20 লাখেরও বেশি মামলা তলব করার পর্যায়ে মুলতুবি রয়েছে । 2 কোটি 10 লাখ ফৌজদারি মামলার ক্ষেত্রে সংখ্যাটা 1 কোটিরও বেশি ।" এই পরিস্থিতির মূল কারণ হিসাবে রঞ্জন গগৈ বিচারপতিদের শূন্যপদের প্রসঙ্গ তুলে বলেন, "দেশজুড়ে হাইকোর্টগুলিতে 1079টি বিচারপতিদের পদের মধ্যে 403টি শূন্যপদ রয়েছে ।"