ETV Bharat / bharat

রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের - rajiv kumar

CBI-র আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট তাঁকে নোটিশ পাঠাল।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 8, 2019, 11:52 AM IST

Updated : Apr 8, 2019, 1:11 PM IST

দিল্লি, ৮ এপ্রিল : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। তাঁকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে CBI। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল। এই মামলার পরবর্তী শুনানি ১৫ এপ্রিল।

সারদা কেলেঙ্কারিতে রাজীব কুমারকে হেপাজতে নেওয়া দরকার। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করে CBI। আবেদনে বলা হয়, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেননি। এমন কী সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও রাজীব কুমার তদন্তকারীদের প্রাসঙ্গিক সব প্রশ্ন এড়িয়ে যান। তিনি চিটফান্ড কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত বিষয়েও CBI-কে সাহায্য করেননি। এই কারণে CBI শীর্ষ আদালতের কাছে রাজীবকে হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল। এই মামলার পরবর্তী শুনানি ১৫ এপ্রিল।

দিল্লি, ৮ এপ্রিল : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। তাঁকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে CBI। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল। এই মামলার পরবর্তী শুনানি ১৫ এপ্রিল।

সারদা কেলেঙ্কারিতে রাজীব কুমারকে হেপাজতে নেওয়া দরকার। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করে CBI। আবেদনে বলা হয়, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেননি। এমন কী সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও রাজীব কুমার তদন্তকারীদের প্রাসঙ্গিক সব প্রশ্ন এড়িয়ে যান। তিনি চিটফান্ড কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত বিষয়েও CBI-কে সাহায্য করেননি। এই কারণে CBI শীর্ষ আদালতের কাছে রাজীবকে হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল। এই মামলার পরবর্তী শুনানি ১৫ এপ্রিল।

New Delhi, Apr 08 (ANI): The Hindu festival 'Chaitra Navratri' marked its day three today with the worship of 'Maa Chandraghanta'. Devotees thronged temples in the national capital at Jhandewalan Temple to seek blessings of the almighty on the auspicious occasion. Maa Chandraghanta is a ferocious 10-armed goddess. Chaitra Navratri is being observed from April 6 to 14.

Last Updated : Apr 8, 2019, 1:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.