ETV Bharat / bharat

অর্জুন সিংকে 5 দিনের রক্ষাকবচ সুপ্রিম কোর্টের - BJP

অর্জুন সিং-কে আগামী পাঁচদিন গ্রেপ্তার করা যাবে না । নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।

অর্জুন
author img

By

Published : May 22, 2019, 1:33 PM IST

Updated : May 22, 2019, 2:41 PM IST

দিল্লি, 22 মে : আগামী পাঁচদিন গ্রেপ্তার করা যাবে না অর্জুন সিং-কে । নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । আজ এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি এম আর শাহর বেঞ্চ ।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গর পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন বিচারপতিরা । বেঞ্চ বলে, "পশ্চিমবঙ্গে হিংসা এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । কোনও ইশু ছাড়াই সংঘর্ষের ঘটনা ঘটছে ।"

14 মার্চ BJP-তে যোগ দেন অর্জুন সিং । তারপর থেকে আটটি থানায় মোট 36টি মামলা রুজু করে তৃণমূল কংগ্রেস । তাই গ্রেপ্তারি এড়াতে আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন । আজ আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগামী পাঁচদিন তাঁকে গ্রেপ্তার করা যাবে না ।

এবিষয়ে অর্জুন সিং বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাই । আমাদের দেশে এখনও আইন রয়েছে । রাজ্য সরকার অনেক চেষ্টা করছিল যাতে আমি কাল গণনাকেন্দ্রে যেতে না পারি । পুলিশ ও গুন্ডাদের দিয়ে চেষ্টা করছে গণনাকেন্দ্র থেকে আমাদের লোকেদের তাড়িয়ে দিতে । রোজ মিথ্যা মামলা করা হচ্ছে ।"

এই সংক্রান্ত আরও খবর : গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন অর্জুনের, আজ শুনানি

দিল্লি, 22 মে : আগামী পাঁচদিন গ্রেপ্তার করা যাবে না অর্জুন সিং-কে । নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । আজ এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি এম আর শাহর বেঞ্চ ।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গর পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন বিচারপতিরা । বেঞ্চ বলে, "পশ্চিমবঙ্গে হিংসা এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । কোনও ইশু ছাড়াই সংঘর্ষের ঘটনা ঘটছে ।"

14 মার্চ BJP-তে যোগ দেন অর্জুন সিং । তারপর থেকে আটটি থানায় মোট 36টি মামলা রুজু করে তৃণমূল কংগ্রেস । তাই গ্রেপ্তারি এড়াতে আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন । আজ আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগামী পাঁচদিন তাঁকে গ্রেপ্তার করা যাবে না ।

এবিষয়ে অর্জুন সিং বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাই । আমাদের দেশে এখনও আইন রয়েছে । রাজ্য সরকার অনেক চেষ্টা করছিল যাতে আমি কাল গণনাকেন্দ্রে যেতে না পারি । পুলিশ ও গুন্ডাদের দিয়ে চেষ্টা করছে গণনাকেন্দ্র থেকে আমাদের লোকেদের তাড়িয়ে দিতে । রোজ মিথ্যা মামলা করা হচ্ছে ।"

এই সংক্রান্ত আরও খবর : গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন অর্জুনের, আজ শুনানি

Mumbai, May 21 (ANI): While addressing a press conference in Mumbai, Indian cricket team skipper Virat Kohli, before departing to England for the ICC Cricket World Cup 2019, said, "Handling pressure is the most important thing in the World Cup and not necessarily the conditions. All our bowlers are fresh, no one looks fatigued." Head Coach of the team Ravi Shastri was also present during the press conference. The 2019 ICC Cricket World Cup is scheduled to be hosted by England and Wales from May 30 to July 14.
Last Updated : May 22, 2019, 2:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.