দিল্লি, 7 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটায় ও নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । আরে কলোনিতে মেট্রো কার শেড তৈরির জন্য গাছ কাটা শুরু করেছিল রাজ্য প্রশাসন । এর বিরুদ্ধে আন্দোলনে নামে একাধিক পরিবেশপ্রেমী ও সমাজকর্মী । তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয় । গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন মহারাষ্ট্রের আইনের ছাত্রদের একাংশ । তারপরেই বিষয়টি নিয়ে আজ শীর্ষ আদালতে শুনানি হয় ।
আজ শুনানিতে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আরে কলোনিতে যতগুলি গাছ কাটা প্রয়োজন ছিল, তা কাটা হয়েছে । তাই সেখানে নতুন করে আর গাছ কাটা হবে না । শীর্ষ আদালতকে মহারাষ্ট্র সরকার আরও জানিয়েছে, গাছ কাটায় যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য ওই এলাকায় 20 হাজার গাছ লাগানো হবে ।
শীর্ষ আদালত আরে কলোনিতে গাছ কাটায় ও সমস্ত রকম নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে । পাশাপাশি মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে, যে সমস্ত পরিবেশপ্রেমী ও সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে । আজ শুনানির পর শীর্ষ আদালত মামলাটি পরিবেশ বেঞ্চে পাঠিয়ে দেয় । সেখানে 21 অক্টোবর ফের মামলাটির শুনানি হবে ।