ETV Bharat / bharat

আরে কলোনিতে গাছ কাটায় ও নির্মাণ কার্যে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের - Aarey colony

মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটায় ও নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । আরে কলোনিতে মেট্রো কার শেড তৈরির জন্য গাছ কাটা শুরু করেছিল রাজ্য প্রশাসন । এর বিরুদ্ধে আন্দোলনে নামে একাধিক পরিবেশপ্রেমী ও সমাজকর্মী ।

গাছ কাটা
author img

By

Published : Oct 7, 2019, 11:44 AM IST

Updated : Oct 7, 2019, 12:27 PM IST

দিল্লি, 7 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটায় ও নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । আরে কলোনিতে মেট্রো কার শেড তৈরির জন্য গাছ কাটা শুরু করেছিল রাজ্য প্রশাসন । এর বিরুদ্ধে আন্দোলনে নামে একাধিক পরিবেশপ্রেমী ও সমাজকর্মী । তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয় । গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন মহারাষ্ট্রের আইনের ছাত্রদের একাংশ । তারপরেই বিষয়টি নিয়ে আজ শীর্ষ আদালতে শুনানি হয় ।

আজ শুনানিতে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আরে কলোনিতে যতগুলি গাছ কাটা প্রয়োজন ছিল, তা কাটা হয়েছে । তাই সেখানে নতুন করে আর গাছ কাটা হবে না । শীর্ষ আদালতকে মহারাষ্ট্র সরকার আরও জানিয়েছে, গাছ কাটায় যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য ওই এলাকায় 20 হাজার গাছ লাগানো হবে ।

শীর্ষ আদালত আরে কলোনিতে গাছ কাটায় ও সমস্ত রকম নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে । পাশাপাশি মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে, যে সমস্ত পরিবেশপ্রেমী ও সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে । আজ শুনানির পর শীর্ষ আদালত মামলাটি পরিবেশ বেঞ্চে পাঠিয়ে দেয় । সেখানে 21 অক্টোবর ফের মামলাটির শুনানি হবে ।

দিল্লি, 7 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটায় ও নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । আরে কলোনিতে মেট্রো কার শেড তৈরির জন্য গাছ কাটা শুরু করেছিল রাজ্য প্রশাসন । এর বিরুদ্ধে আন্দোলনে নামে একাধিক পরিবেশপ্রেমী ও সমাজকর্মী । তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয় । গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন মহারাষ্ট্রের আইনের ছাত্রদের একাংশ । তারপরেই বিষয়টি নিয়ে আজ শীর্ষ আদালতে শুনানি হয় ।

আজ শুনানিতে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আরে কলোনিতে যতগুলি গাছ কাটা প্রয়োজন ছিল, তা কাটা হয়েছে । তাই সেখানে নতুন করে আর গাছ কাটা হবে না । শীর্ষ আদালতকে মহারাষ্ট্র সরকার আরও জানিয়েছে, গাছ কাটায় যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য ওই এলাকায় 20 হাজার গাছ লাগানো হবে ।

শীর্ষ আদালত আরে কলোনিতে গাছ কাটায় ও সমস্ত রকম নির্মাণ কার্যে 21 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে । পাশাপাশি মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে, যে সমস্ত পরিবেশপ্রেমী ও সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে । আজ শুনানির পর শীর্ষ আদালত মামলাটি পরিবেশ বেঞ্চে পাঠিয়ে দেয় । সেখানে 21 অক্টোবর ফের মামলাটির শুনানি হবে ।

Junagadh (Gujarat), Oct 07 (ANI): Many cars were damaged after a bridge collapsed in Gujarat's Junagadh on October 06. The incident took place near Malanka village in Junagadh due to heavy rainfall. No casualties have been reported yet. More details are awaited in this regard.

Last Updated : Oct 7, 2019, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.