দিল্লি, 19 মার্চ : ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার অন্যতম দোষী অক্ষয় ঠাকুর ৷ তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছিলেন রাষ্ট্রপতি ৷ এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে আজ আবেদন করে অক্ষয় ৷ এদিকে আজ দুপুর 2.30 মিনিটে মুকেশ সিংয়ের আবেদনের শুনানি শুরু হতে না হতেই তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টে ৷
নির্ভয়ার অন্য এক দোষী পবন গুপ্তার কিউরেটিভ পিটিশন আজই খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷ নাবালকত্ব প্রমাণের আবেদন পুনর্বিবেচনার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল নির্ভয়ার অন্যতম দোষী পবন গুপ্তা ৷ আজ সেই পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে ৷
এর আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হয়েছিল মুকেশ সিং ৷ মুকেশের সেই দাবি নাকচ করে দিয়েছিল আদালত ৷ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল মুকেশ ৷ গতকাল সেই আবেদনকেও খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট ৷
আদালতের থেকে দেওয়া শেষ নির্দেশ অনুযায়ী, আগামীকাল ভোরে নির্ভয়ার দোষীদের ফাঁসির সময় নির্ধারণ করা হয়েছে ।
আদালতের রায়ের পর স্বভাবতই খুশি নির্ভয়ার মা ৷ আজ সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশা দেবী জানিয়েছেন, "আদালত তাদের এত সুযোগ দিয়েছে যে তার এখন প্রতিবারই ফাঁসির দিনের আগে নতুন করে কিছু না কিছু করছে আর ফাঁসির দিন পিছোচ্ছে ৷ এখন আমাদের আদালতও বুঝে গেছে তারা কী করছে ৷ আগামীকাল নির্ভয়া বিচার পারে ৷"