ETV Bharat / bharat

নাবালকত্ব প্রমাণ করতে পবনের পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে - nirbhaya case

পবন কুমার গুপ্তার স্পেশাল লিভ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 20, 2020, 3:29 PM IST

Updated : Jan 20, 2020, 3:50 PM IST

দিল্লি, 20 জানুয়ারি : নির্ভয়ার দোষী পবন কুমার গুপ্তার স্পেশাল লিভ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই সংক্রান্ত কোনও যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি ।

আজ নির্ভয়া মামলায় দোষী পবন কুমারের স্পেশাল লিভ পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে । দিল্লির ওই প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল পবন । এই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী ।

স্কুলের নথি অনুযায়ী পবনের জন্ম 8 অক্টোবর, 1996 । কিন্তু এই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট । এরপরই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের এই রায়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । সুপ্রিম কোর্টে আজ বিচারপতি আর ভানুমতী নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল ।

দোষীদের 1 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি কোর্ট ৷ এর আগে 19 ডিসেম্বর কোর্ট জানিয়েছিল, ওই আসামির পক্ষের আইনজীবী আদালতের কাছে তার সম্পর্কে ভুল তথ্য পেশ করেছে৷ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পবন ।

দিল্লি, 20 জানুয়ারি : নির্ভয়ার দোষী পবন কুমার গুপ্তার স্পেশাল লিভ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই সংক্রান্ত কোনও যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি ।

আজ নির্ভয়া মামলায় দোষী পবন কুমারের স্পেশাল লিভ পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে । দিল্লির ওই প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল পবন । এই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী ।

স্কুলের নথি অনুযায়ী পবনের জন্ম 8 অক্টোবর, 1996 । কিন্তু এই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট । এরপরই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের এই রায়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । সুপ্রিম কোর্টে আজ বিচারপতি আর ভানুমতী নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল ।

দোষীদের 1 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি কোর্ট ৷ এর আগে 19 ডিসেম্বর কোর্ট জানিয়েছিল, ওই আসামির পক্ষের আইনজীবী আদালতের কাছে তার সম্পর্কে ভুল তথ্য পেশ করেছে৷ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পবন ।

Jaipur (Rajasthan), 20 January (ANI): Rajasthan Chief Minister Ashok Gehlot inaugurated the 12th Jaipur International Film Festival (JIFF). A large number of distinguished people and cinema lovers were present on this occasion. Addressing the gathering CM said, "Cinema is an important part of our society and state government always encourages positive cinema. In future also, government will continue to encourage films giving message of social awareness by giving entertainment tax exemption etc." The CM also underlined that cinema enhances the feeling of brotherhood in the country and society. The film world especially Bollywood, has worked to bind people speaking different languages in India to the thread of unity. He said that films also promote tourism in a state like Rajasthan.
Last Updated : Jan 20, 2020, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.