দিল্লি, 20 জুলাই : বিকাশ দুবের এনকাউন্টারের তদন্ত কমিটিতে রাখতে হবে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অবসরপ্রাপ্ত এক পুলিশ অধিকারিককে । উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । রাজ্য সরকারের তৈরি তদন্ত কমিটিতে সরাসরি শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে । যদিও শুনানি চলাকালীন আজ প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, কর্মরত কোনও বিচারপতিকে তদন্ত কমিটিতে রাখা সম্ভব নয় ।
বিকাশ দুবের মত একজন দুষ্কৃতী যার নামে একাধিক মামলা রয়েছে সে কীভাবে জামিন পেয়েছিল, তা নিয়ে হতবাক শীর্ষ আদালত । আজ শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, "রাজ্যে আইনের শাসন রক্ষার দায় রাজ্য সরকারেরই । " আজ উত্তরপ্রদেশ সরকারের হয়ে আদালতে হাজির ছিলেন সলিসিটর জেনেরাল তুষার মেহেতা । শীর্ষ আদালতের নির্দেশ মেনে নতুন করে তদন্ত কমিটি গঠনের জন্য সময় চেয়ে নেন তিনি ।
প্রসঙ্গত, বিকাশ দুবেকে ধরতে, বিকারুতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল । 3 জুলাই অভিযান চলাকালীন বিকাশের সহযোগীদের গুলিতে প্রাণ হারান DSP দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মী । সাত দিন ফেরার থাকার পর মধ্যপ্রদেশের উজ্জয়িন থেকে গ্রেপ্তার করা হয় বিকাশ দুবেকে । কিন্তু, সেখান থেকে কানপুর ফেরার পথে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় উত্তরপ্রদেশের বিকাশের । বিকাশ দুবের পাশাপাশি তার কয়েকজন সহযোগী এনকাউন্টারে মারা যায় ।