বিহার, 7 মার্চ : সামনে হোলি উৎসব । অথচ তাঁদের প্রিয় নেতা লালুপ্রসাদ যাদব হাসপাতালে ভরতি । নেতার অনুপস্থিতিতে মন ভালো নেই ছাবড়া জেলা থেকে আসা তাঁর অনুগামীদের । লালুপ্রসাদ যাদবকে হোলির শুভেচ্ছা জানাতে রাঁচির RIMS-এ হাজির RJD কর্মীরা । নেতার জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে যান তাঁরা । দেখা করার অনুমতি না পেয়ে হাসপাতালের গেটে তাঁর উদ্দেশ্যে আবির দিয়ে ভারাক্রান্ত মনে ফিরে যেতে হয় লালুর অনুগামীদের । এমনকী লালুর উদ্দেশ্যে তাঁরা নিয়ে আসেন নানা সবজি ও আচার । সেসবও হাসপাতালে রেখে যেতে হয় ।
প্রতিবছর হোলি উৎসব খুব ধুমধাম করে পালন করতেন RJD সুপ্রিম লালুপ্রসাদ যাদব । কিন্তু নানা দুর্নীতি মামলায় জেলে কাটাতে হচ্ছে তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি আছেন তিনি । বহু দিন ধরেই ডায়াবেটিস, প্রেসার ও কিডনির অসুখে ভুগছেন লালু । রাজনৈতিক জীবনে অনেক টানাপোড়েনের পরও লালুপ্রসাদ যাদবের জনপ্রিয়তা এতটুকুও কমেনি । এখনও লালুর অনেক সমর্থকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত ।
লালুর এক সমর্থকের দাবি, "নানা কারণে তাঁকে অনেক দিন জেলে কাটাতে হয়েছে । এবার তাঁকে মুক্তি দেওয়া হোক ।" সোনপুরের ছাবড়া জেলার সব্বলপুরের এক বাসিন্দা বলেন, "RJD সুপ্রিম লালুপ্রসাদ যাদব আমার হৃদয়ে ঈশ্বরের রূপে বাস করছেন । এই হোলির দিনে তাঁর কথা মনে হচ্ছে । হাজার হাজার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে তাঁর বাড়িতে উৎসবে অংশ নিতেন । তাঁর বাড়িতে খাবার খেতেন, নতুন কাপড় পেতেন সবাই । " আজ তাঁদের ঈশ্বর হাসপাতালে আছেন তাই তাঁর উদ্দেশ্যে হাসপাতালের গেটে আবির দিয়ে চলে যেতে হচ্ছে বলে সবার মন ভার । লালুর সঙ্গে দেখা করতে এসে সমর্থকেরা তাঁর উদ্দেশ্যে কেউ এনেছে লাউ, কেউবা বেগুন সহ নানা সবজি । কেউবা এনেছেন লালুর পছন্দের নানা আচার ।