তেজপুর (অসম), 9 অগাস্ট : মহড়া চালাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান ৷ টেক অফের কয়েক মিনিটের মধ্যেই একটি ধানখেতে ভেঙে পড়ে বিমানটি ৷ দু'জন পাইলটই বেরিয়ে আসেন ৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ তবে একজনের পায়ের অবস্থা সংকটজনক ৷
গতকাল রাতে মহড়া দিচ্ছিল এস ইউ-30 এম কে আই ৷ 8টা 30 নাগাদ তেজপুরের মিলানপুর এলাকায় ভেঙে পড়ে ৷ আগুনে ভস্মীভূত হয়ে যায় বিমানটি ৷ কোনওক্রমে বেরিয়ে আসেন দুই পাইলট ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তেজপুর সেনা হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকল ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
লেফটেনন্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানিয়েছেন, দু'জন পাইলটই বেরিয়ে আসেন ৷ তবে একজনের পায়ের অবস্থা খুব খারাপ ৷ সাধারণ মানুষ ও জিনিসপত্রের কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা ।