শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি : ছেলে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, এই খবর নাকি জানতই না বাবা। এমনটাই জানিয়ছে, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় মৃত জঙ্গি আদিল আহমেদ দারের বাবা গুলাম দার।
১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF কনভয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। শহিদ হন ৪৫ জন জঙ্গি। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এরপরই একটি ভিডিয়ো প্রকাশ করে এই জঙ্গি সংগঠন। ভিডিয়োতে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারের ছবি প্রকাশ করা হয়। দেখা যায়, আদিল জইশ-ই-মহম্মদের একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে রয়েছে।
এবিষয়ে, আদিলের বাবা গুলাম দার বলে, "ক্লাস টুয়েলভে ভরতি হয়েছিল। এরপর সে জম্মু গিয়েছিল। কিন্তু, আর ফেরেনি।" সে আরও জানায়, ছেলে সন্তাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এই খবর সে জানতই না।"