ETV Bharat / bharat

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ শুভ্রাংশুসহ রাজ্যের তিন বিধায়কের - tmc

BJP-তে যোগ দিলেন সাসপেনডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়সহ একাধিক কাউন্সিলর ।

ফাইল ফোটো
author img

By

Published : May 28, 2019, 4:16 PM IST

Updated : May 29, 2019, 10:07 AM IST

দিল্লি, 28 মে : সব জল্পনার শেষ । বাবার পথ অনুসরণ করেই BJP-তে যোগ দিলেন শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলর । কয়েকমাস ধরেই শুভ্রাংশুর BJP-তে যোগ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । নির্বাচনের ফলপ্রকাশের পরেরদিনই তৃণমূলকে নিয়ে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন শুভ্রাংশু । 6 বছরের জন্য তাঁকে সাসপেন্ড করে তৃণমূল । তারপর থেকেই তাঁর BJP-তে যোগ ছিল সময়ের অপেক্ষা ।

দিল্লিতে BJP-র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের নেতৃত্বে BJP-র পতাকা হাতে তুলে নেন তাঁরা । এরপর বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন । বলেন, "আমি তো বলেই দিয়েছিলাম তৃণমূলে থাকবে কিন্তু ভোট দেবে BJP-তে । আগামীদিন নির্বাচনে তৃণমূল বিরোধী মর্যাদাও পাবে না । আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না । রাজ্যে হিংসার রাজনীতি তৈরি করেছে তৃণমূল । পয়সা দিয়ে লোক কেনার কাজ যদি কেউ করে থাকেন তিনি মমতা । আর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা ওঁনার নাটক । "

অন্যদিকে, এই কাউন্সিলররা BJP-তে যোগ দেওয়ায় চিত্রটা এখন এমন । নৈহাটি পৌরসভার মোট কাউন্সিলরের সংখ্যা 31, তার মধ্যে 29 জনই যোগ দিলেন BJP-তে । কাঁচরাপাড়া পৌরসভার 24 জন কাউন্সিলরের মধ্যে 19 জন যোগ দিলেন BJP-তে । যাঁরা যোগ দিয়েছেন তাঁদের মধ্যে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও রয়েছেন । এছাড়াও, হালিশহর পৌরসভার মোট কাউন্সিলর সংখ্যা 23, তারমধ্যে 17 জন BJP-তে । এবার এই তিনটি পৌরসভায় এখনও হয়নি আস্থা ভোট । রয়েছে তৃণমূলের দখলে । তবে, বলা যেতেই পারে আজকের এই দল বদলের পর সেগুলিও কার্যত BJP-র হাতে চলে যেতে বসেছে ।

দিল্লি, 28 মে : সব জল্পনার শেষ । বাবার পথ অনুসরণ করেই BJP-তে যোগ দিলেন শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলর । কয়েকমাস ধরেই শুভ্রাংশুর BJP-তে যোগ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । নির্বাচনের ফলপ্রকাশের পরেরদিনই তৃণমূলকে নিয়ে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন শুভ্রাংশু । 6 বছরের জন্য তাঁকে সাসপেন্ড করে তৃণমূল । তারপর থেকেই তাঁর BJP-তে যোগ ছিল সময়ের অপেক্ষা ।

দিল্লিতে BJP-র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের নেতৃত্বে BJP-র পতাকা হাতে তুলে নেন তাঁরা । এরপর বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন । বলেন, "আমি তো বলেই দিয়েছিলাম তৃণমূলে থাকবে কিন্তু ভোট দেবে BJP-তে । আগামীদিন নির্বাচনে তৃণমূল বিরোধী মর্যাদাও পাবে না । আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না । রাজ্যে হিংসার রাজনীতি তৈরি করেছে তৃণমূল । পয়সা দিয়ে লোক কেনার কাজ যদি কেউ করে থাকেন তিনি মমতা । আর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কথা ওঁনার নাটক । "

অন্যদিকে, এই কাউন্সিলররা BJP-তে যোগ দেওয়ায় চিত্রটা এখন এমন । নৈহাটি পৌরসভার মোট কাউন্সিলরের সংখ্যা 31, তার মধ্যে 29 জনই যোগ দিলেন BJP-তে । কাঁচরাপাড়া পৌরসভার 24 জন কাউন্সিলরের মধ্যে 19 জন যোগ দিলেন BJP-তে । যাঁরা যোগ দিয়েছেন তাঁদের মধ্যে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও রয়েছেন । এছাড়াও, হালিশহর পৌরসভার মোট কাউন্সিলর সংখ্যা 23, তারমধ্যে 17 জন BJP-তে । এবার এই তিনটি পৌরসভায় এখনও হয়নি আস্থা ভোট । রয়েছে তৃণমূলের দখলে । তবে, বলা যেতেই পারে আজকের এই দল বদলের পর সেগুলিও কার্যত BJP-র হাতে চলে যেতে বসেছে ।

Kanpur (UP), May 28 (ANI): Bollywood actor Anupam Kher expressed his views on the situation of Kashmiri pundits and said that Article 370 should be removed. Kher said, "I feel Article 370 should be removed to solve all the issues of Kashmir. I have been saying this for long." On this issue of few actors' comments over 'fear' among minorities, Kher said, "We all have fundamental rights in this country and are free to speak whatever we want to. But the most important thing is what the people of this country have chosen. And, if people are openly saying that they are afraid, then I think they are not because those who really are afraid stay quiet."
Last Updated : May 29, 2019, 10:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.