ETV Bharat / bharat

অনলাইনে মেইন পরীক্ষার বিরোধিতায় সরব IIT-এর পড়ুয়ারা - ভুবনেশ্বর

অনলাইনে মেইন পরীক্ষা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছিল IIT ভুবনেশ্বর কর্তৃপক্ষ ৷ তারপরই অনলাইনে পরীক্ষার বিরোধিতায় সরব IIT ভুবনেশ্বরের ছাত্র-ছাত্রীরা ৷

iit
iit
author img

By

Published : Jun 9, 2020, 9:34 PM IST

ভুবনেশ্বর, 9 জুন : 24 জুন অনলাইনে মেইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল IIT ভুবনেশ্বর কর্তৃপক্ষ ৷ তার আগেই অনলাইনে মেইন পরীক্ষার বিরোধিতায় সরব ছাত্র-ছাত্রীরা ৷ ইতিমধ্যেই তাঁরা IIT কর্তৃপক্ষে কাছে অন্য পক্রিয়ায় মূল্যায়ন নেওয়ার জন্য দরখাস্ত জানিয়েছেন ৷ যাতে তাঁরা সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে নিজেদের ডিগ্রি অর্জন করতে পারেন ৷

ছাত্র-ছাত্রীদের দাবি, 24 জুন অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস দরকার তা ফাইনাল ইয়ারের 240 জন ছাত্র-ছাত্রীদের মধ্যে 65 শতাংশ ছাত্র-ছাত্রীর পক্ষে ব্যবস্থা করা সম্ভব না ৷ সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা জানান, " তাঁরা জুন মাসের মধ্যেই স্নাতক হতে চান ৷ যাতে তাঁদের চাকরি প্রদান করা কম্পানিগুলির সঙ্গে যুক্ত হতে পারেন৷"

এরপরই IIT কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে জানানো হয়, IIT কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদায়ী ছাত্র-ছাত্রীদের শেষ সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়া হবে যাতে সময়ে তাঁরা স্নাতক হতে পারেন ৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "কর্তৃপক্ষ ইনস্টিটিউটের নিময় বহাল রেখে এবং মূল্যায়নের মানদণ্ডের সঙ্গে আপোষ না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে শিক্ষার্থীরা স্নাতক হতে পারেন ৷ "

কোরোনা পরিস্থিতির জেরে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে সমস্যায় পরেছেন তাঁদের জন্য দুটি বিকল্প পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একটি পরীক্ষা 24 জুন ৷ অপর পরীক্ষাটি হতে পারে জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে ৷ যদি কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ ছাত্র-ছাত্রীদের কাছে কাছে যদি ক্যাম্পাসে আসার কোনও উপায় থাকে তাহলে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা দ্বিতীয় পরীক্ষা দিতে পারেন ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷

ভুবনেশ্বর, 9 জুন : 24 জুন অনলাইনে মেইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল IIT ভুবনেশ্বর কর্তৃপক্ষ ৷ তার আগেই অনলাইনে মেইন পরীক্ষার বিরোধিতায় সরব ছাত্র-ছাত্রীরা ৷ ইতিমধ্যেই তাঁরা IIT কর্তৃপক্ষে কাছে অন্য পক্রিয়ায় মূল্যায়ন নেওয়ার জন্য দরখাস্ত জানিয়েছেন ৷ যাতে তাঁরা সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে নিজেদের ডিগ্রি অর্জন করতে পারেন ৷

ছাত্র-ছাত্রীদের দাবি, 24 জুন অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস দরকার তা ফাইনাল ইয়ারের 240 জন ছাত্র-ছাত্রীদের মধ্যে 65 শতাংশ ছাত্র-ছাত্রীর পক্ষে ব্যবস্থা করা সম্ভব না ৷ সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা জানান, " তাঁরা জুন মাসের মধ্যেই স্নাতক হতে চান ৷ যাতে তাঁদের চাকরি প্রদান করা কম্পানিগুলির সঙ্গে যুক্ত হতে পারেন৷"

এরপরই IIT কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে জানানো হয়, IIT কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদায়ী ছাত্র-ছাত্রীদের শেষ সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়া হবে যাতে সময়ে তাঁরা স্নাতক হতে পারেন ৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "কর্তৃপক্ষ ইনস্টিটিউটের নিময় বহাল রেখে এবং মূল্যায়নের মানদণ্ডের সঙ্গে আপোষ না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে শিক্ষার্থীরা স্নাতক হতে পারেন ৷ "

কোরোনা পরিস্থিতির জেরে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে সমস্যায় পরেছেন তাঁদের জন্য দুটি বিকল্প পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একটি পরীক্ষা 24 জুন ৷ অপর পরীক্ষাটি হতে পারে জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে ৷ যদি কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ ছাত্র-ছাত্রীদের কাছে কাছে যদি ক্যাম্পাসে আসার কোনও উপায় থাকে তাহলে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা দ্বিতীয় পরীক্ষা দিতে পারেন ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.