ETV Bharat / bharat

কেরালায় "পাকিস্তানের পতাকা" নিয়ে কলেজ ভোটে প্রচার, গ্রেপ্তার 30 - 143, 147, 153 and 149 of the IPC

অভিযোগ, কেরালার কোঝিকোড়ের পেরাম্বরা সিলভার কলেজ চত্বরে "পাকিস্তানের পতাকা" ওড়ায় মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের কয়েকজন সদস্য ।

কেরালায় "পাকিস্তানের পতাকা" নিয়ে কলেজ ভোটে প্রচার, গ্রেপ্তার 30
author img

By

Published : Aug 31, 2019, 6:25 PM IST

কোঝিকোড়ে, 31 অগাস্ট : "পাকিস্তানের পতাকা" ওড়ানোয় 30 জনের বেশি ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি বৃহস্পতিবার কেরালার কোঝিকোড়ের পেরাম্বরা সিলভার কলেজের । অভিযোগ, কলেজ চত্বরে "পাকিস্তানের পতাকা" ওড়ায় মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের কয়েকজন সদস্য ।

পুলিশ জানায়, ছাত্র সংসদের নির্বাচনের প্রচারে মিছিল বের করে মুসলিম স্টুডেন্ট ফেডারেশন । সেই সময় MSF-র কয়েকজন "পাকিস্তানের পতাকা" উড়িয়ে কলেজ চত্বরে প্রচার চালায় বলে অভিযোগ । যদিও MSF-র দাবি, তারা নিজেদের সংগঠনের পতাকা নিয়ে প্রচার চালাচ্ছিল ।

পুলিশের তরফে জানানো হয়, তদন্ত চলছে । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 147, 153 ও 149 ধারায় মামলা রুজু হয়েছে । এই ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে । তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে ।

কোঝিকোড়ে, 31 অগাস্ট : "পাকিস্তানের পতাকা" ওড়ানোয় 30 জনের বেশি ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি বৃহস্পতিবার কেরালার কোঝিকোড়ের পেরাম্বরা সিলভার কলেজের । অভিযোগ, কলেজ চত্বরে "পাকিস্তানের পতাকা" ওড়ায় মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের কয়েকজন সদস্য ।

পুলিশ জানায়, ছাত্র সংসদের নির্বাচনের প্রচারে মিছিল বের করে মুসলিম স্টুডেন্ট ফেডারেশন । সেই সময় MSF-র কয়েকজন "পাকিস্তানের পতাকা" উড়িয়ে কলেজ চত্বরে প্রচার চালায় বলে অভিযোগ । যদিও MSF-র দাবি, তারা নিজেদের সংগঠনের পতাকা নিয়ে প্রচার চালাচ্ছিল ।

পুলিশের তরফে জানানো হয়, তদন্ত চলছে । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 147, 153 ও 149 ধারায় মামলা রুজু হয়েছে । এই ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে । তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে ।

New Delhi, Aug 31 (ANI): Senior Congress leader arrived at Enforcement Directorate office in Delhi on August 03. He is appearing before the agency in connection with a money laundering case. DK Shivakumar summoned by ED on August 30. "They are very sensible officers and we have faith. I have not done anything wrong. I will answer and they are also cooperating."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.