ETV Bharat / bharat

দেশজুড়ে প্রতিবাদের ঝড়, মাঝরাতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ

মুম্বইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানাতে সোমবার রাত ১২টায় গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হন । তারা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন । জমায়েত থেকে RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

students protest
প্রতিবাদ
author img

By

Published : Jan 6, 2020, 2:32 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সরব হলেন ছাত্র-ছাত্রীরা । মুম্বইয়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোমবার গভীর রাতে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখান ।

মুম্বইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানাতে সোমবার রাত ১২টায় গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হন । তারা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন । জমায়েত থেকে RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

students protest
মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ

অন্যদিকে, পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরাও ঘটনার প্রতিবাদে গভীর রাতে মিছিল করেন । মিছিল থেকে হামলায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় ।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাতে মশাল মিছিল করেন । মিছিল থেকে হামলায় জখম পড়ুয়া ও শিক্ষকদের পাশে থাকার বার্তা দেওয়া হয় । হায়দরাবাদেও হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান । কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও প্রতিবাদ মিছিল করেন ।

students protest
আলিগড়ে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল

হামলার নিন্দা করেছে JTA (জামিয়া টিচারস অ্যাসোসিয়েশন) । তারা বলেছে, "প্রশাসনের মদতে ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতে এই ঘৃণ্য হামলা চালানো হয়েছে । এই নজিরবিহীন হামলার নিন্দার ভাষা নেই । দুষ্কৃতীদের লক্ষ্য ছিল পড়ুয়া ও শিক্ষকদের খুন করা ।"

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সরব হলেন ছাত্র-ছাত্রীরা । মুম্বইয়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোমবার গভীর রাতে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখান ।

মুম্বইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ জানাতে সোমবার রাত ১২টায় গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হন । তারা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন । জমায়েত থেকে RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

students protest
মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ

অন্যদিকে, পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরাও ঘটনার প্রতিবাদে গভীর রাতে মিছিল করেন । মিছিল থেকে হামলায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় ।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাতে মশাল মিছিল করেন । মিছিল থেকে হামলায় জখম পড়ুয়া ও শিক্ষকদের পাশে থাকার বার্তা দেওয়া হয় । হায়দরাবাদেও হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান । কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও প্রতিবাদ মিছিল করেন ।

students protest
আলিগড়ে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল

হামলার নিন্দা করেছে JTA (জামিয়া টিচারস অ্যাসোসিয়েশন) । তারা বলেছে, "প্রশাসনের মদতে ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতে এই ঘৃণ্য হামলা চালানো হয়েছে । এই নজিরবিহীন হামলার নিন্দার ভাষা নেই । দুষ্কৃতীদের লক্ষ্য ছিল পড়ুয়া ও শিক্ষকদের খুন করা ।"

Lucknow (UP), Jan 05 (ANI): Union Defence Minister Rajnath Singh in Lucknow on Defence Expo 2020 asserted that this is not just going to be an important international event but a historical one for the country. "Defence Expo 2020 is a very important event. Preparations are underway for the Defence Expo to be held in February. This will not just be an important international event but historical one for the country," said Rajnath Singh.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.