ETV Bharat / bharat

উত্তেজিত BJP সমর্থকদের থেকে পড়ুয়াকে বাঁচালেন শাহ

মঞ্চে CAA-র সমর্থনে বক্তৃতা রাখছিলেন অমিত শাহ ৷ আর তখনই ভিড়ের মধ্যে উঠল CAA বিরোধী স্লোগান ৷ সঙ্গে সঙ্গে উত্তেজিত সমর্থকেরা চড়াও হয় ওই যুবকের বিরুদ্ধে ৷ সমর্থকদের হাত থেকে আক্রান্ত যুবককে বাঁচাতে নিজেই উদ্যোগী হলেন অমিত শাহ ৷

author img

By

Published : Jan 28, 2020, 11:06 AM IST

Amit Shah
ফাইল ছবি

দিল্লি, 28 জানুয়ারি : দিল্লির বাবরপুর বিধানসভা কেন্দ্রে 26 জানুয়ারি CAA-র সমর্থনে বক্তব্য রাখছিলেন অমিত শাহ ৷ ঠিক সেই সময়ে বছর একুশের ওই পড়ুয়া CAA বিরোধী স্লোগান দিতে শুরু করেন ৷ আর তখনই ওই পড়ুয়ার ওপর চড়াও হয় BJP সমর্থকরা ৷

নিজের বক্তব্য চলাকালীনই মঞ্চ থেকে বিষয়টি নজরে আসে অমিত শাহের ৷ সঙ্গে সঙ্গে ওই পড়ুয়াকে উদ্ধার করার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তিনি ৷ সমর্থকদের নজর ওই পড়ুয়ার থেকে সরানোর জন্য তিনি 'ভারত মাতা কি জয়' স্লোগান দেওয়ার কথাও বলেন ৷

যদিও প্রচারে উপস্থিত স্থানীয় BJP নেতারা ওই যুবককে মারধরের ঘটনা অস্বীকার করেছেন ৷ বলেছেন, তারা ওই বিষয়ে কিছুই জানেন না ৷ যদিও স্থানীয় এক নেতা বলেছেন, "শাহজি যখন বক্তৃতা রাখছিলেন, আমি মঞ্চেই ছিলাম ৷ উনি পুলিশ আধিকারিকদের বলছিলেন ওই যুবককে বাঁচানোর জন্য ৷ তবে এত ভিড়ের মধ্যে ঠিক কী হয়েছিল তা বলা কঠিন ৷"

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবক অমিত শাহের প্রচারে CAA বিরোধী স্লোগান দিতে শুরু করেন ৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন ৷ পুলিশ তাঁর থেকে কোনও পরিচয়পত্র পায়নি ৷ তবে তাঁর শরীরে কোনও গুরুতর চোটের চিহ্ন পাওয়া যায়নি ৷ ওই যুবক দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ বাড়ি দক্ষিণ দিল্লির সংযম বিহার এলাকায় ৷

দিল্লি, 28 জানুয়ারি : দিল্লির বাবরপুর বিধানসভা কেন্দ্রে 26 জানুয়ারি CAA-র সমর্থনে বক্তব্য রাখছিলেন অমিত শাহ ৷ ঠিক সেই সময়ে বছর একুশের ওই পড়ুয়া CAA বিরোধী স্লোগান দিতে শুরু করেন ৷ আর তখনই ওই পড়ুয়ার ওপর চড়াও হয় BJP সমর্থকরা ৷

নিজের বক্তব্য চলাকালীনই মঞ্চ থেকে বিষয়টি নজরে আসে অমিত শাহের ৷ সঙ্গে সঙ্গে ওই পড়ুয়াকে উদ্ধার করার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তিনি ৷ সমর্থকদের নজর ওই পড়ুয়ার থেকে সরানোর জন্য তিনি 'ভারত মাতা কি জয়' স্লোগান দেওয়ার কথাও বলেন ৷

যদিও প্রচারে উপস্থিত স্থানীয় BJP নেতারা ওই যুবককে মারধরের ঘটনা অস্বীকার করেছেন ৷ বলেছেন, তারা ওই বিষয়ে কিছুই জানেন না ৷ যদিও স্থানীয় এক নেতা বলেছেন, "শাহজি যখন বক্তৃতা রাখছিলেন, আমি মঞ্চেই ছিলাম ৷ উনি পুলিশ আধিকারিকদের বলছিলেন ওই যুবককে বাঁচানোর জন্য ৷ তবে এত ভিড়ের মধ্যে ঠিক কী হয়েছিল তা বলা কঠিন ৷"

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবক অমিত শাহের প্রচারে CAA বিরোধী স্লোগান দিতে শুরু করেন ৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন ৷ পুলিশ তাঁর থেকে কোনও পরিচয়পত্র পায়নি ৷ তবে তাঁর শরীরে কোনও গুরুতর চোটের চিহ্ন পাওয়া যায়নি ৷ ওই যুবক দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ বাড়ি দক্ষিণ দিল্লির সংযম বিহার এলাকায় ৷

Bareilly (Uttar Pradesh), Jan 28 (ANI): A man allegedly poured petrol on a woman and set her ablaze in Uttar Pradesh's Bareilly. The victim is admitted to a hospital. Speaking on the matter, one of the police officials said, "We got the information that a man allegedly poured petrol on a woman and set her ablaze under Subhash Nagar police station limits. We went to the incident spot immediately. The woman was admitted to a hospital and is undergoing treatment. An FIR has been registered, we will nab the accused soon."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.